সোমবার রাত দশটা নাগাদ উত্তরপাড়ার কোতরং এলাকায় ১৮ নম্বর ওয়ার্ড এর নেতাজী সুভাষ রোড এর ওপর হঠাৎই এক বিকট শব্দে এলাকাবাসী রাস্তায় বেরিয়ে আসে, তারপর এলাকাবাসী দেখে তিন জন যুবক রাস্তা দিয়ে উত্তরপাড়া স্টেশন এর দিকে পালিয়ে যাচ্ছে ও একটি লরি রাস্তার ওপর দাঁড়িয়ে ,পরে তাঁরা দেখতে পায় এলাকারই ব্যবসায়ী উমেশ পেশায় ইস্ত্রি ব্যবসায়ী লরির পিছনের চাকায় পিষ্ট অবস্থায় পরে আছে। এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।এলাকা বাসীদের অভিযোগ রাত বারোটার আগে কি করে প্রশাসনের চোখ এড়িয়ে গলির মধ্যে দিয়ে ওই লরি যাতায়াত করার বৈধতা পেল। তাঁদের অভিযোগ পুলিশকে জানানোর আধ ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে,যার ফলে দীর্ঘ ক্ষণ মৃত দেহটি রাস্তায় পরে থাকে। ঘটনাস্থলে উত্তরপাড়া থানার পুলিশ আসে ও ওই মৃত দেহটিকে সরিয়ে নিয়ে যায়। সূত্রের খবর ,ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে লরির (WB 41,D 8746) চালক ও খালাসী এলাকা ছেড়ে চম্পট দেয়। এরপর পুলিশ লরিটি কে নিজেদের হেফাজতে নেয়।কি করে গলির মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল পুলিশ তা খতিয়ে দেখছে। ওই ঘটনায় এলাকার মানুষ খুব আতঙ্কে আছে। ১৬ নম্বর ওয়ার্ডের পৌরসভার কাউন্সিলর সুমিত চক্রবর্তী ঘটনার স্থলে উপস্থিত হয়ে বলেন ঘটনাটা খুবই মর্মাহত ।
গতকালই আরও একটি ঘটনা ঘটেছে উত্তরপাড়া কোতরং পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নেতাজি সুভাষ রোডে। দীর্ঘ দিন ধরে বেহাল দশা, বিকেলে একজন স্কুল ছাত্র সাইকেল করে যাওয়ার সময় পরে যায় ,তাতেও ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার মানুষ।অপরদিকে এলাকাবাসীদের দাবি সম্প্রতি ওই রাস্তাটি সারাই এর জন্য এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে যাতে বেহাল রাস্তার অবস্থা একটু ঠিক হয় । স্থানীয় পৌর সভার কাউন্সিলর কে জানিয়ে কোনো লাভ হয় নি বলে আজ সকাল থেকে রাস্তায় বাঁশ,কাঠ,সাইকেল ফেলে অবরোধে বসে এলাকার মানুষ। দীর্ঘ সময় ধরে চলে এই অবরোধ। তাতে ওই সময়ে স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও অফিস যাত্রীরা , যানবাহনে থাকা মানুষেরা খুব সমস্যায় পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ দিন ধরে পৌরসভায় জনিয়ে কিছূ হয়নি,তাই আজ শুধু অবরোধ করেছি আগামী দিনে রাস্তা সারাই না হলে রাস্তা কেটে অবরোধ করবো। ১৬ নম্বর ওয়ার্ডের পৌরসভার কাউন্সিলর সুমিত চক্রবর্তী(টুকাই)পৌরসভার পক্ষ থেকে বলেন আমি পৌরপ্রধানকে এই ব্যাপারে কথা বলেছি উনি কথা দিয়েছেন সমাধান করবেন খুব শ্রীঘই ।