পেট্রল-ডিজেলের দাম আকাশছোঁয়া। দিন কয়েক আগে বাস, মিনিবাস ও ট্যাক্সির ভাড়া বাড়িয়েছে পরিবহণ দপ্তর। অথচ এই শহরে অ্যাপ ক্যাবের ভাড়া কিন্তু কমছে! পরিবহণ দপ্তরকে চিঠি দিয়ে ভাড়া নিয়ন্ত্রণের কথা জানিয়েছে অ্যাপ ক্যাব সংস্থা ওলা ও উবের। কমবে সারচার্জ ও বেস প্রাইজ। আগামী ২০ জুলাই থেকে নয়া ভাড়া কার্যকর হবে বলে জানা গিয়েছে।
রাস্তার বেরিয়ে ট্যাক্সি খোঁজার দিন শেষ। মোবাইল অ্যাপে বুক করলেই হল। দিন হোক কিংবা রাত, আপনার পছন্দমতো জায়গায় পৌঁছে যাবে গাড়ি। কলকাতা-সহ দেশের মেট্রো শহরগুলিতে রমরমিয়ে ব্যবসা করছে অ্যাপ ক্যাব সংস্থাগুলি। বিপাকে হলুদ ট্যাক্সির চালকরা। তাঁদের অভিযোগ, অ্যাপ ক্যাবের বাড়বাড়ন্তে ব্যবসা মার খাচ্ছে। কিন্তু, চব্বিশ ঘণ্টা পরিষেবা ও শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ির জন্য অতিরিক্ত ভাড়াও গুনতে হয় অ্যাপ ক্যাবের যাত্রীদের। গত সপ্তাহে ওলা ও উবের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন পরিবহণ দপ্তরের আধিকারিকরা। বৈঠকে ক্যাবের ভাড়া, বিশেষ করে সারচার্জ কমানোর প্রস্তাব দেওয়া হয় বলে জানা গিয়েছে। তবে শুধু ভাড়া কমানোই নয়, ক্যাবে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আরও বেশ কয়েকটি পদক্ষেপ করেছে রাজ্য সরকার।
সরকারের প্রস্তাব মেনেই শেষপর্যন্ত ক্যাবের ভাড়া কমানোর সিদ্ধান্ত নিল ওলা ও উবের কর্তৃপক্ষ। পরিবহণ দপ্তরকে চিঠি দিয়ে ভাড়া নিয়ন্ত্রণের কথা জানিয়েছে ওই দুটি অ্যাপ ক্যাব সংস্থা। কমবে সারচার্জ ও বেস প্রাইজ। আগামী ২০ জুলাই থেকে কার্যকর হবে নয়া ভাড়া। এদিকে অ্যাপ ক্যাবের ভাড়া কমানোর সিদ্ধান্তে প্রমাণ গুনছেন শহরের ট্যাক্সি চালকরা। তাঁদের বক্তব্য, এমনিতেই ক্যাবের জন্য রোজগার কমেছে। এখন ক্যাবের ভাড়াও যদি কমে যায়, তাহলে আর কেউই ট্যাক্সিতে উঠবেন না।