যে দল ছেড়েছেন আগেই, তাঁকেই আবার বহিষ্কারের নাটক। সত্যি, সিপিএম যেন রঙ্গ-তামাশার আখড়া।
দলের নীতিগত অবস্থানের প্রশ্ন তুলে কয়েকদিন আগেই সিপিএম ত্যাগ করেছেন প্রাক্তন সাংসদ ও মুর্শিদাবাদের নেতা মইনুল হাসান। দলের মধ্যেকার বিভিন্ন কথা বলে ঝুলি থেকে বেড়ালও বের করে দিয়েছেন তিনি। তারপরেই সিপিএম জুড়ে গেল গেল গুঞ্জন। এরপরেই মুখরক্ষার তাগিদে রাজ্য সম্পাদক দলত্যাগী নেতাকেই ঘটা করে বহিষ্কারের কথা ঘোষণা করলেন। সত্যিই যাত্রাপালা চলছে!
মইনুলকে বহিষ্কারের পিছনে দলের যুক্তি, দুর্নীতি ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে সংখ্যালঘু ওই নেতার বিরুদ্ধে। দলীয় তদন্ত কমিশনের রিপোর্টেও তার প্রমাণ মিলেছে।
প্রশ্ন এখানেই, মইনুল হাসানের বিরুদ্ধে তদন্ত কমিটি গড়া হল কবে? কমিটি রিপোর্টই বা কবে দিল? এতদিন পরে কেন সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হল প্রাক্তন সাংসদের বিরুদ্ধে?
এইসব নিয়ে প্রশ্ন করতেই সূর্যের মুখে গ্রহণের আভাস। আমতা আমতা করে তাঁর উত্তর, ‘ অভিযোগ খতিয়ে দেখা হচ্ছিল’।
সিপিএম রাজ্য সম্পাদকের দাবি, ‘সম্পত্তি কেনাবেচা নিয়ে অভিযোগ ছিল মইনুলের বিরুদ্ধে।‘ যদিও সেই অভিযোগ নস্যাৎ করে প্রাক্তন সাংসদের দাবি, ‘বেআইনি সম্পত্তি কেনাবেচার অভিযোগ ভিত্তিহীন।পৈতৃক জমি বেচাকেনা করেছি। তার নথিও রয়েছে। প্রয়োজনে আবারও জমি কেনাবেচা করতে হবে।‘
অভিযোগ ছিল মুর্শিদাবাদে একটি শিক্ষাপ্রতিষ্ঠান বিক্রি করে দিয়েছেন মইনুল হাসান। অভিযোগ শুনে হতবাক মইনুল নিজেই। তাঁর সাফাই, কোনও শিক্ষাপ্রতিষ্ঠানই তিনি তৈরি করেননি। তাই বিক্রির কোনও প্রশ্নই ওঠে না।
যাঁর বিরুদ্ধে এত অভিযোগ তিনি তো ২৫ বছর পার্টির রাজ্য কমিটির সক্রিয় সদস্য ছিলেন। তখন কেউ ধরতে পারলো না মইনুলের এইসব দুর্নীতি। অভিযোগের তদন্তেও লেগে গেল এত সময়। নাকি ফোঁস করতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ল।
সিপিএমের কাণ্ড দেখে অবশ্য দলত্যাগী সাংসদ বলছন, ‘পুরো বিষয়টি হাস্যকর। ক্রোধ থেকেই দুর্নীতির অভিযোগ তুলে চরিত্রহনন করছে আলিমুদ্দিনের নেতারা।‘
পর্যবেক্ষকদের মতে, আলিমুদ্দিনের রক্তক্ষরণ হয়েই চলেছে। সিপিএম নেতাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে একে একে দল ছাড়ছেন দোর্দণ্ডপ্রতাপ নেতারাও। লজ্জায় মুখ পুড়ছে বঙ্গ সিপিএম নেতৃত্বের। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব নেই নেতাদের কাছে। বদলে রয়েছে আভিযোগকারীর চরিত্রে কালো দাগ লাগিয়ে অপপ্রচার করার মতো ন্যক্কারজনক অভিসন্ধি। এতে মানুষের থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছে সিপিএম।
[embedyt] https://www.youtube.com/watch?v=Zex8U9-9Ct8[/embedyt]