বিশ্বের সবথেকে উঁচ আগ্নেয়গিরির চূড়া ছুঁল এক ভারতীয়। দ্বিতীয় পর্বতারোহী হিসেবে মাউন্ট ওজোস ডেল সালাডো-তে পদার্পণ করলেন ভারতীয় সত্যরূপ সিদ্ধান্ত।
ওজোস ডেল সালাডো হল একতি স্ট্র্যাটো ভলক্যানো। পরপর লাভা আর ছাইয়ের স্তর জমে তৈরি হয়েছে এই পাহাড়। আর্জেন্টিনা ও চিলির সীমান্তে অবস্থিত এই ভলক্যানো। এটি বিশ্বের উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি। এর উচ্চতা ৬,৮৯৩ মিটার।
এর আগে প্রথম ভারতীয় হিসেবে আন্টার্কটিকার সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট সিডলির চূড়ায় উঠেছিলেন সত্যরূপ। এরপরই সাতটি ভলক্যানো ছোঁয়ার স্বপ্ন দেখেন এই ভারতীয় পর্বতারোহী। শুধু তাই নয়, দক্ষিণ মেরুর একেবারে লাস্ট ডিগ্রিতে গিয়ে -৪০ ডিগ্রি তাপমাত্রায় ভারতের পতাকা উড়িয়েছিলেন তিনি।