জ্বালানি ও পরিবেশের কথা মাথায় রেখে ই-ভেহিকেল বা ইলেকট্রিক ভেহিকেল প্রকল্প চালুর উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| রাজ্যের বিভিন্ন প্রান্তে চোখে পড়ে ব্যাটারি চালিত রিক্সা, টোটোর মতো যানের| এবার মুখ্যমন্ত্রীর সেই ই-ভেহিকেল প্রকল্পের প্রশংসা করল কেন্দ্র|
সিমলায় কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রকের ডাকা বৈঠকে রাজ্যের ই-ভেহিকেল প্রকল্পের প্রশংসা করেন কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রকের আধিকারীকরা| সেই বৈঠকে হাজির ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়| তিনি বলেন, ‘বৈঠকে রাজ্যের ই-ভেহিকেলের কথা কেন্দ্রকে জানানো হয়েছে| সেই প্রকল্পের প্রশংসা করেছে কেন্দ্র|’
সপ্তাহে সাত দিন ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবারহ ও সৌর বিদ্যুতের ব্যবহারে অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই এগিয়ে পশ্চিমবঙ্গ| গ্রিন সিটি তৈরিতেও রাজ্য সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ করেছে|
ক্ষমতায় এসেই গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওযার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী| তাঁর নির্দেশ মতোই, গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে তৈরি হয় ‘সৌভাগ্য স্কিম’| এখন বিদ্যুতের বিল মেটানো হয় ই-পেমেন্টের মাধ্যমে| এই সব বিষয় নিয়েও কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রকের বৈঠকে আলোচনা হয়|