মেক্সিকো – ১
জার্মানি – ০
বরাবরই ‘জায়ান্ট কিলার’ হিসেবে একটা খ্যাতি আছে মেক্সিকোর। যে কোনো পরাশক্তি দলের বিপক্ষে দুর্বার তারা। রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেও তা করে দেখিয়েছে তারা। চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে ম্যাচে চমৎকার ফুটবল খেলেছে। আর ১-০ গোলে জিতে এবারের আসরে প্রথম অঘটনের জন্ম দিয়েছে মেক্সিকো।
মস্কোতে অনুষ্ঠিত ম্যাচে মেক্সিকোর জয়েরে নায়ক হার্ভিং লজানো। ম্যাচের ৩৫ মিনিটে মাঝমাঠ থেকে পাওয়া একটি বল নিয়ে বক্সে ঢুকেই আড়াআড়ি শটে জালে জড়ান বল। পাল্টা আক্রমণ থেকে এই গোলটি করে রীতিমতো স্তব্ধ করে দেন মাঠে উপস্থিত দর্শকদের। জার্মানির দুর্বার রক্ষণ ভেদ করে অসাধারণ গোলটি করেন তিনি।
এই গোলটি করার আগে বেশ কয়েকটি আক্রমণ রচনা করেছিল মেক্সিকো। তারই ধারাবাহিকতায় এই গোল।
অবশ্য তিন মিনিট পর গোল সমতা আনার দারুণ সুযোগ হাতছাড়া করে জার্মানি। টনি ক্রুসের ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে না আসলে গোল হতেও পারতো। কিন্তু প্রথমার্ধে আর পারেনি।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে জার্মানি। আক্রমণে আক্রমণে নাজেহাল তোলে মেক্সিকোর রক্ষণভাগ, কিন্তু ভাঙতে পারেনি দেয়াল।
বিশেষ করে ৬৫ মিনিটে জেরোমে বোয়াটেংয়ের চমৎকার ক্রসে টিমো ওয়ার্নারের ব্যাকভলি ক্রসবারে ওপর দিয়ে বাইরে চলে যায় বল। এমনি করে বেশ কয়েকটি আক্রমণ রচনা করেও কাজে লাগাতে পারেনি তারা।
উপরন্তু ৭৭ মিনিটে আরেকটি গোল হজম করতে বসেছিল জার্মানি। মিগুয়েল লেয়ান মাঝমাঠ থেকে একটি বল নিয়ে অনেকটা এক প্রচেষ্টায় জার্মানির বিপদ সীমানায় ঢুকেও পড়েছিল। যদিও শেষ পর্যন্ত পারেননি গোল আদায় করতে।
পাঁচ মিনিট পর সেই মিগুয়েল লেয়ান আরো একটি সহজ সুযোগ হাতছাড়া করেন। পরিকল্পিত আক্রমণ থেকে বল নিয়ে বক্সে ঢুকেই শট সাইডবার ঘেঁষে বাইরে না গেলে আবার বিপদ হতে পারতো জার্মানির।
অবশ্য এর আগে ম্যাচের প্রথমার্ধে জার্মানি এগিয়ে যাওয়ার কয়েকটি সুযোগ হাতছাড়া করে। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো গতবারের চ্যাম্পিয়নরা। মাঝমাঠ থেকে পাওয়া একটি বল নিয়ে বক্সে ঢুকেই প্লেসিং শট টিমো ওয়ার্নারের। তাঁর শট সাইডবার ঘেঁষে বাইরে চলে যায়।
ম্যাচের দশম মিনিটে মেক্সিকোও এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করেছিল। বক্সের সামনে থেকে মিডফিল্ডার হেক্টর হেরেরার একটি শট জার্মান গোলরক্ষক অত্যন্ত দৃঢ়তার সঙ্গেই নিয়ন্ত্রণে নিয়ে নেন।
তবে এদিনের ম্যাচে জার্মানিকে বেশ অগোছালো মনে হয়েছে। তাদের রক্ষণভাগ ছিল খুবই নড়বড়ে, মধ্যমাঠ খাপছাড়া, আর আক্রমণভাগের খেলোয়াড়রা ছিলেন দিশেহারা। তাই প্রথম ম্যাচেই হয়েছে নাজেহাল।
আর মেক্সিকো প্রথম ম্যাচে দুর্দান্ত খেলে জানিয়ে দিয়েছে এবার তারা ভালো কিছু করতে পারে। জার্মানির মতো দলকে রুখে দিয়ে সেটা তারা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে।