শুধু আরবাজ খান নন, আইপিএল বেটিংয়ে জড়িত রয়েছেন আরও সাত বলিউড অভিনেতা। পুলিসের জেরার চাপে এমনই একাধিক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এলো। জেরায় আরবাজ পুলিসকে জানিয়েছে বেটিং–এ টাকা দেওয়ার জন্য বুকি সোনু জ্বালান তাঁকে ব্ল্যকমেল করত। সোনু জ্বালানের চাপেই এক প্রকার বেটিং খেলতে বাধ্য হয়েছিলেন বলে দাবি করেছেন আরবাজ।
আইপিএল বেটিং কাণ্ডের কিংপিন সোনু জ্বালান। পাঁচ ঘণ্টা ধরে জেরা করা হয় আরবাজকে। তখনই পুলিসকে আরবাজ জানিয়েছেন, আইপিএল–এর বেটিংয়ে যখনই তিনি হেরে যেতেন সোনু জ্বালান তাঁকে ব্ল্যাকমেল করত। তার জন্যই একাধিক অনুষ্ঠানে তাঁকে উপস্থিত থাকতে বাধ্য করা হত। জালানের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হয় আরবাজতে। প্রায় ৮ বছর আগে সোনু এবং আরবাজের কমন ফ্রেন্ডের দৌলতেই পরিচয় হয় তাঁদের। প্রথম থেকেই সোনুর সঙ্গে বেটিং করতেন আরবাজ। তবে তাতে কোনও টাকা খাটানো হত না বলে জানিয়েছেন তিনি। এই ঘটনায় আরও ৭ বলিউড অভিনেতা এবং ২ বার গার্ল জড়িত রয়েছে বলে জানতে পেরেছে পুলিস। সোনু বেটিং সিন্ডিকেটে প্রায় ১২০০ গ্রাহক রয়েছে। এর মধ্যে জুনিয়র কলকাতা কোড নামে সোনুর এক সহযোগী রয়েছে। সে অধিকাংশ কর্মকাণ্ড দেখা শোনা করত। আরবাজ ধরা পড়ার পরেই দেশ ছেড়ে পালিয়েছে সে। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ ইতিমধ্যেই ৬ জনকে গ্রেপ্তার করেছে।




