বাংলার সমস্ত মানুষের কথা মাথায় থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁর উদ্যোগে গৃহহীনরা আবাসন প্রকল্পে পেয়েছেন মাথার ওপর স্থায়ী ছাদ। এবার দীঘার আদিবাসীরা পাবেন তাঁদের নিজস্ব বাড়ি। এই খবর ছড়িয়ে পড়তেই খুশির জোয়ার আদিবাসীদের মধ্যে।
গতকাল দুপুরে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ এবং সভাধিপতি দেবব্রত দাসের নেতৃত্বে একটি দল দত্তপুর পল্লী ঘুরে দেখেন। খবর নেন বাসিন্দাদের জীবনযাত্রা সম্পর্কে। তারপর যান জমি পরিদর্শনে।
জেলা শাসক বলেন, “দত্তপুর পল্লী এলাকায় মানুষের জমি-বাড়ির সমস্যা রয়েছে। তাঁদের পাশাপাশি যাঁদের বাড়ি নেই তাঁদের তালিকা তৈরি করতে বলা হয়েছে ব্লক প্রশাসনকে। আবাসন প্রকল্পের জন্যে প্রাথমিক ভাবে উন্নয়ন পর্ষদের একটি জমি পছন্দ করা হয়েছে”।
গত আগস্টে দীঘায় প্রশাসনিক বৈঠকের পরেই মমতা গিয়েছিলেন এই আদিবাসী পল্লীতে। মমতা শুনেছিলেন তাঁদের দুঃখ-দুর্দশার কথা। আশ্বাস দিয়েছিলেন সমস্যা মেটানোর। তারপরেই ওই পল্লীর মানুষকে বাড়ি বানিয়ে দেওয়ার নির্দেশ দেন মমতা।সেই নির্দেশ মেনেই এদিন জমি পরিদর্শন করলেন জেলা প্রশাসনের কর্তারা।নিজেদের বাড়ি পাওয়ার খবরে হাসির ঝিলিক রামু মাণ্ডি, তিমিতি সোরেন, বাবলু হেমব্রমদের মুখে…।