বাংলার মানুষকে অপমান করছে বিজেপি। জেনে বুঝে এই চক্রান্ত করছে গেরুয়া শিবির, এমন অভিযোগই আনলেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রাজনৈতিক সংঘর্ষে নিহত ব্যক্তিদের পরিবারকে দিল্লীতে নিয়ে যাওয়া যে বিজেপির বাংলা বিরোধী প্রচার সে কথাও স্পষ্ট করে বলেন পার্থ।
পারথবাবুর মতে, “ যাঁদের বাংলায় জনভিত্তি নেই, তাঁদের কথায় কথায় দিল্লী যেতে হয়। দল বদলাতেও দিল্লী যাচ্ছে। তাই একে গুরুত্ব দেওয়ার কোনও মানেই নেই”। তাঁর দাবি, “বাংলাকে খাটো করতেই এসব করছে বিজেপি। তিনি বলেন, আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়, এই বিষয়ে যদি কোনও দুর্বলতা রয়েছে বলে ওদের মনে হয় তাহলে তা রাজ্য প্রশাসনকে জানাতে পারত। কিন্তু ওদের লক্ষ্য সংকীর্ণ রাজনীতি করা তাই এই সব করছে ওরা”।
পার্থ আরও বলেন, “বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের কথা ওরা জানে না। বাংলাকে বা বাংলার মানুষ বিজেপি চেনে না তাই বাংলার অরাজকতা নিয়ে বিজেপি নেতৃত্বের দাবি মানুষ মানবে না”। উল্লেখ্য, দেশে অসহিষ্ণুতা বাড়ছে এই মর্মে বুদ্ধিজীবিরা গতকাল যে চিঠি মোদীকে পাঠিয়েছেন সেই উদ্যোগকেও স্বাগত জানিয়েছেন মহাসচিব।