আজ শনিবার রাত ১০টা থেকে বন্ধ রাখা হচ্ছে কালীঘাট সেতু। রবিবার রাত পর্যন্ত বন্ধ রাখা হবে। সোমবার সকালে এই সেতু খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, রক্ষণাবেক্ষণের জন্য সেতু বন্ধ রাখা হচ্ছে। করা হবে লোড টেস্ট। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার ও রবিবার বাস, মিনি বাস, এবং লরি-সহ অন্য যানবাহনকে অন্য রোড দিয়ে চলাচল করানো হবে। আলিপুর রোড ও জর্জ কোর্ট রোড দিয়ে ঘোরানো হবে সব যানবাহন। হাজরা ক্রসিং থেকে উত্তরের দিকে গাড়ি চলবে। সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা এই সময় খুব দরকারি। এই কালীঘাট সেতুও ব্যস্ততম একটি সেতু। দুর্ঘটনা এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কয়েকদিন আগেই মরণফাঁদ তৈরি হয় উল্টোডাঙা উড়ালপুলে৷ উভয়দিকে বন্ধ করে দেওয়া হয় যানচলাচল৷ কি ধরনের মরণফাঁদ, তারই পরিদর্শনে তৈরি ৬ সদস্যের বিশেষজ্ঞ কমিটি। বৃহস্পতিবার ওই কমিটি পরিদর্শন করেন৷ বিশেষজ্ঞ কমিটি উড়ালপুল পরিদর্শন করে একটি রিপোর্ট দেবেন৷ সেই রিপোর্টের উপর ভিত টেল টেলস পদ্ধতিতে হয় উড়ালপুল পরীক্ষা। বুধবার সন্ধ্যায় উড়ালপুলের পায়ার ক্যাপে ফাঁটল ধরা পড়ে৷ এরপরই তড়িঘড়ি পুলিশ উড়ালপুলের ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়৷ তারপর থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়৷ চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা৷