আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত শিল্পপতি বিজয় মালিয়াকে দেশে ফেরানোর জন্য ব্রিটেন আদালতে মামলা করেছিল ভারত সরকার। নিম্ন আদালত রায়ও দিয়েছিল তাঁকে প্রত্যর্পণের জন্য। তবে নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন করেন ৯,০০০ কোটি টাকা আর্থিক তছরূপে অভিযুক্ত বিজয় মালিয়া। গতকাল লন্ডন হাইকোর্টে ছিল সেই মামলারই শুনানি। আদালতের রায় যদি মালিয়ার বিপক্ষে যেত, তবে ২৪ ঘণ্টার মধ্যেই দেশে ফেরানো হতো পলাতক এই শিল্পপতিকে। কিন্তু তেমনটা আর হয় নি। ব্রিটেন হাইকোর্টে গতকালের মামলায় জিতেছেন বিজয় মালিয়া।
সিবিআই ও ইডির অভিযোগের ভিত্তিতে গত ৯ ডিসেম্বর বিজয় মালিয়াকে দেশে ফেরানোর নির্দেশ দেয় ব্রিটেনের ওয়েস্টমিনস্টার আদালত। ওই নির্দেশের পর তাকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেন ব্রিটেনের স্বরাষ্টসচিব সাজিদ জাভিদ। কিন্তু তাঁর সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন মালিয়া। দেশে ফেরত পাঠানোর বিরুদ্ধে ব্রিটেনের হাইকোর্টে লিখিত আবেদন জানিয়েছিলেন তিনি। সেই আবেদনই গতকাল গৃহীত হওয়াতেই মামলার শুনানি ছিল।
লন্ডন হাইকোর্টে সেই মামলার শুনানিতে জয় পেয়েছেন ৯,০০০ কোটি টাকা আর্থিক তছরূপে অভিযুক্ত বিজয় মালিয়া। রায় অনুযায়ী, ব্রিটিশ সরকার আর ভারতের হাতে তুলে দিতে পারবে না তাকে। শিল্পপতিকে ভারতে ফেরানোর জন্য আরও অপেক্ষাই করতে হবে দিল্লির নরেন্দ্র মোদী সরকারকে। প্রত্যর্পণের বিরুদ্ধে মালিয়ার পাঁচটি বক্তব্যের মধ্যে অন্তত একটি যুক্তিযুক্ত বলে মনে করেছে ব্রিটিশ আদালত। যে কারণেই এই মামলায় জিতে গেলেন তিনি।