অবশেষে প্রাপ্তিযোগ। প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়াতে চলেছে শিক্ষা দপ্তর। বিধানসভায় নিজের ঘরে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
দপ্তর সূত্রে খবর, বর্তমানে শিক্ষকরা যে বেতন পাচ্ছেন, তার থেকে এক স্কেলে বাড়ানো হবে। যেসব শিক্ষকেরা উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নাম্বার পেয়েছেন তাঁরাই এই বেতন বৃদ্ধির আওতায় পড়বেন। তবে যে শিক্ষকদের ৫০ শতাংশ নম্বর নেই, যোগ্যতা বৃদ্ধিও করেননি, সেই শিক্ষকরা এই বেতন বৃদ্ধির সুবিধা পাবেন না।
যোগ্যতা অনুযায়ী বেতন বাড়ানোর দাবিতে বহুদিন ধরেই আন্দোলন করছিলেন প্রাথমিক শিক্ষকেরা। তাঁদের দাবি, অন্যান্য রাজ্যে প্রাথমিক শিক্ষকরা যে বেতন পান, তার চেয়ে এখানে অনেকটাই কম পান শিক্ষকরা। এই নিয়ে তাঁদের মধ্যে ক্ষোভও ছিল। এবার তাঁদের দাবি মেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত সেই ক্ষোভ কমিয়ে দিল বলেই মনে করা হচ্ছে।
এই প্রসঙ্গে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অশোক রুদ্র বলেন, ‘আমরা দল তথা প্রশাসনের সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছিলাম, সারা দেশে অন্যান্য রাজ্যে প্রাথমিক শিক্ষকদের বেতন আমাদের তুলনায় বেশি। তা বিবেচনা করে আমাদের বেতন বৃদ্ধি করা হক। সরকার আমাদের দাবির মান্যতা দিয়েছে শুনে আমরা খুশি’।