সুযোগ পেয়েও বুধবার অস্ট্রেলিয়ার কাছে ৪১ রানে হারল পাকিস্তান। শেষবেলায় অধিনায়ক সরফরাজ আহমেদ আর ওয়াহাব রিয়াজ চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। তবে বল হাতে মুগ্ধ করল মহম্মদ আমির। হাসান আলি, ওয়াহাব রিয়াজরা একটু ভালো বল করলে অস্ট্রেলিয়ার রান তিনশো পার হত না। এমনিতেই অস্ট্রেলিয়া ৪২ ওভারে ২৭৭ রান করেছিল, তারা কি না শেষ হয়ে গেল ৩০৭ রানে। ফিঞ্চ আর ওয়ার্নার মিলে প্রথম উইকেটেই ১৪৬ রান তুলে দিয়েছিল। ওয়ার্নার সেঞ্চুরি করল।
ওপেনার ইমাম উল হক ৫৩ রান করে গেল। সেট হয়ে আউট হল। বাবর আজম (৩০), মহম্মদ হাফিজের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান সেট হয়ে যাওয়ার পর যে ভাবে আউট হল, সেটা অপরাধ। শোয়েব মালিককে যে কেন এখনও টিমে রাখা হয়েছে, জানি না! ওয়াহাব লড়লেও স্টার্ক যে ভাবে ডিআরএস নিয়ে ওকে ফেরাল, এক কথায় অসাধারণ সিদ্ধান্ত। তবুও এই পাকিস্তান বিশ্বকাপের শেষ চারে যাওয়ার যোগ্যতা রাখে না এমনটাই জানাল রণদেব বসু।
গত দিন দু’য়েক ধরেই বৃষ্টি হয়েছে। উইকেট যতই কভার করা থাক, একটা স্যাঁতস্যাতে ভাব থেকেই যায়। সঙ্গে মেঘলা আকাশ। সেই আবহাওয়া এবং পরিবেশকে কাজে লাগিয়ে দারুণ বল করল আমির। ওর সবচেয়ে বড় গুণ, একদম নিখুঁত জায়গায় বলটা ফেলতে পারে। পুরো দশ ওভার এক রকম লাইন-লেংথ বজায় রাখতে পারে। অজি ব্যাটসম্যানদের সামনের পায়ে খেলতে বাধ্য করেছে।