নয় হাজার কোটি টাকার দেনা করে ভারত থেকে বিলেত পালিয়েছিলেন তিনি। তাঁকে ভারতে পাঠানোর ব্যাপারে রায় দিয়েছে লন্ডনের আদালত। তিনি আর কেউ নন, তিনি বিজয় মালিয়া। কিন্তু এতো কিছুর পরে এখনও বিদেশের মাটিতে সে যে বহাল তবিয়তে আছেন তার প্রমাণ পাওয়া গেল রবিবার। এ দিন ম্যাচ শুরুর আগেই ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দেখতে ওভাল মাঠে হাজির হলেন বিজয় মালিয়া। এ দিন ম্যাচের আগেই ওভাল মাঠের বাইরে দেখা যায় মালিয়াকে। তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি খেলা দেখতেই এখানে এসেছি।” যদিও এর আগের ভারত-ইংল্যান্ডের ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন তিনি।
৬২ বছর বয়সী বিজয় মালিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি ন’হাজার কোটি টাকা ঋণ শোধ না করে দেশ থেকে পালিয়েছেন। তিনি ইংল্যান্ডে আছেন, এ কথা জানার পর ভারতের তরফে সে দেশের সঙ্গে যোগাযোগ করা হয়। গত বছর ব্রিটেনের হাইকোর্ট নির্দেশ দেয় পলাতক ব্যবসায়ীকে বন্দী করে ভারতে পাঠাতে হবে।
ব্রিটেনের চিফ ম্যাজিস্ট্রেট এম্মা আরবাথনট রায় দেন, কিংফিশার এয়ারলাইনসের মালিক হিসাবে বিজয় মালিয়ার বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ আছে। ভারতের আদালতে তাঁকে জবাবদিহি করতেই হবে। গত ৫ জানুয়ারি ব্রিটেনের অর্থ তছরুপ বিরোধী আদালত তাঁকে অর্থনৈতিক অপরাধী বলে চিহ্নিত করে। এর আগে বিজয় মাল্যর পাওনাদাররা ব্রিটেনের কোর্টে অভিযোগ করেন, ভারতের বিভিন্ন ব্যাঙ্ক থেকে বিপুল অর্থ তছরুপ করে তিনি বিদেশে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন।