প্রবল দাবদাহে পুড়ছে গোটা দেশ। এরকম অস্বস্তিকর পরিবেশে সবার একটাই প্রশ্ন বৃষ্টি কোথায়? কবে আসবে বর্ষা। যদিও, দেশের বিশাল অংশে যে তাপ প্রবাহ চলছে তা এখনই কম হচ্ছে না। হাওয়ামহল জানিয়েছেন, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লী, রাজস্থান, দক্ষিণ উত্তরপ্রদেশে, পূর্ব মধ্যপ্রদেশে যে তাপপ্রবাহ চলছে তা আরও ৩-৪ দিন স্থায়ী হবে। এরপর থেকে তাপ ধীরে ধীরে কমবে।
দিল্লীর হাওয়া অফিসের আধিকারিক এ মহাপাত্র সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, আশা করি আগামী ৬ জুন কেরালায় বর্ষা চলে আসবে। বর্তমানে দক্ষিণ আরব সাগরের একটি বড় অংশ জুড়ে রয়েছে মৌসুমী বায়ু। পাশাপাশি মৌসুমী বায়ু দখল করে রয়েছে বঙ্গোপসাগরের দক্ষিণ ও দক্ষিণপূর্ব অংশ। আগামী ২-৩ দিনের মধ্যে সেটি কেরালা ঘেঁসে চলে আসবে। ফলে পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকে আরও খানিকটা দেরি হবে বলে মনে করা হচ্ছে।