অপ্রচলিত শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন, তাকে অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা এদেশে নতুন নয়। তবে এবার সূর্যালোক থেকে তৈরি বিদ্যুতে এটিএম মেশিন চলবে। এই মেশিনের নাম দেওয়া হয়েছে ‘জনতা সোলার এটিএম’। এই এটিএমের প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সৌরবিজ্ঞানী ডাঃ শান্তিপদ গণচৌধুরী। তাঁকে সহযোগিতা করেছেন তাঁর দু’জন ছাত্রছাত্রী হৃচিক ঘোষ ঠাকুর এবং জিনিয়া হক।
একটি সমীক্ষায় দেখা গেছে দেশের প্রায় ৪৪ শতাংশ মহিলা এটিএম ব্যবহারর ভয় পান। সেই কথা মাথায় রেখেই খুব সরলভাবে এই এটিএম তৈরি করা হয়েছে। মেশিনের উপরেই ২০০০, ৫০০, ১০০ টাকার ছবি থাকবে। শুধু স্ক্রিনে হাতের ছাপ দিলেই টাকা বেরিয়ে আসবে। এজন্য অবশ্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকতে হবে। কিন্তু কোনো পিন নম্বর দিতে হবে না।
২৪ ঘন্টাই সৌরবিদ্যুতে চলবে এই এটিএম। এতে ২০,০০০ টাকা পর্যন্ত থাকবে। বহু প্রত্যন্ত এলাকায় পঞ্চায়েত অফিসগুলোতে এই এটিএমগুলি লাগালে মানুষ উপকৃত হবে।
ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক, বন্ধন ব্যাঙ্কের সঙ্গে কথা হয়েছে। রিজার্ভ ব্যাংকের সাথেও কথা বলা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে এবিষয়ে জানান হয়েছে। শান্তিপদ বাবু জানান, “কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন এই নতুন এটিএমের ছবি দেখেছেন। ভোট ঘোষণার আগেই দিল্লীতে এই মেশিন উদ্বোধন করার কথা”। এই মেশিনে সব ধরণের নিরাপত্তা অটুট থাকবে। সুতরাং এখন খালি উদ্বোধনের অপেক্ষা।