কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গী হামলার পর, ঠিক ১২ দিনের মাথায় এবার পাল্টা দিল ভারত। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বালাকোটে ভারতীয় বায়ুসেনার ১২টি যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গী গোষ্ঠী জইশ-ই-মহম্মদের একাধিক ঘাঁটি। তিনশো জঙ্গীর পাশাপাশি সেনার হাতে নিকেশ হয়েছে জইশ প্রধান মাসুদ আজহারের শ্যালক ইউসুফ আজহারও। তবে জানা গেছে, ভারতের এয়ার স্ট্রাইক রোখার জন্য নাকি প্রস্তুতি নিয়েছিল পাকিস্তান। পাল্টা হামলার জন্য তৈরিও ছিল তারা। কিন্তু ভারতীয় বায়ু সেনা তথা যুদ্ধ বিমানের শক্তি দেখে পত্রপাঠ পিছু হটেছিল পাক সেনাবাহিনী।
সূত্র মারফত জানা গিয়েছে, ভারতের ড্যাসল্ট মিরাজ ২০০০ যুদ্ধ বিমান প্রতিরোধের জন্য পাকিস্তানের তরফ থেকে পাঠানো হয়েছিল এফ-১৬ যুদ্ধ বিমান। কিন্তু ভারতের শক্তি বা ক্ষমতা দেখেই তারা ময়দান ছেড়ে পালায়। যদিও ঘটনার সত্যতা নিয়ে একটা ধোঁয়াশা রয়েই গিয়েছে। উল্লেখ্য, এদিন ভারতীয় বায়ুসেনা শুধুমাত্র নিয়ন্ত্রণ রেখা অতিক্রমই করেনি, গুঁড়িয়ে দিয়েছে বালাকোটে জইশদের প্রধান ট্রেনিং ক্যাম্পও। ভারতের এই পাল্টা হামলার খবর ছড়িয়ে সংবাদ শিরোনামে। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে ভারতের এই হামলার ঘটনার খবর। এরপরই সংবাদ সংস্থা এএনআই টুইট করে জানায়, ভারতের ড্যাসল্ট মিরাজ-২০০০ এর বিরুদ্ধে লড়ার জন্য পাকিস্তানের এফ-১৬ হাজির হলেও ভারতের শক্তি দেখে ভয়েই ময়দান ছেড়ে পালায় তারা।