পুলওয়ামার অবন্তীপুরায় বৃহস্পতিবার ভয়ানক সন্ত্রাসবাদী হামলায় ইতিমধ্যেই নিহত ৪০ জওয়ান৷ গুরুতর জখম হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আরো অনেকে৷ সাম্প্রতিক অতীতে এত ভয়াবহ জঙ্গি হামলা আর হয়নি৷ গতকাল বিস্ফোরণের পর থেকেই দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র কটাক্ষের মুখে পড়েছেন মোদী৷ নিরাপত্তা নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল না হওয়ার কারণে মোদীকে তীব্র ভাষায় বিদ্ধ করল কংগ্রেস৷

অন্যদিকে, হামলা নিয়ে সোজাসুজি প্রধানমন্ত্রীকে নিশানা করে বসেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। তিনি বলেন, নিহত জওয়ানদের প্রতি সমবেদনা জানাচ্ছি। যাঁরা আহত হয়েছেন তাঁরা শীঘ্রই সুস্থ হয়ে কাজে যোগ দিন এই প্রার্থনা করি। কিন্তু মোদী সরকারের আমলে ছোটবড় মিলিয়ে ১৭ বার জঙ্গি হামলা হল। পাম্পোর, উরি, পাঠানকোট, গুরদাসপুর, সাঞ্জুয়ান, অমরনাথ যাত্রীদের ওপরে হামলা হয়েছে মোদী সরকারের চোখের সামনে। কোথায় গেল মোদীর ৫৬ ইঞ্চি ছাতি।
সুরজেওয়ালা আরও বলেন, ভারতীয় সেনাদের মাথা কেটে নিয়ে যাচ্ছে পাক সেনা, গত পাঁচ বছরে ৪৪৮ জওয়ান শহিদ হয়েছে শুধুমাত্র কাশ্মীরেই। পাক সদতপুষ্ট জঙ্গিদের হাতে ২৪৮ নির্দোষ নাগরিক মারা গিয়েছে। মোদী সরকার চুপ থেকেছে। এই সরকার শুধুমাত্র বড়বড় কথা বলে। মোদী সরকার না পারছে বারবার হওয়া এই হামলা রুখতে, না পারছে মোদী তাঁর ৫৬ ইঞ্চি ছাতি দেখিয়ে এর জবাব দিতে। দেশের জওয়ানের এই হত্যা কেন? দেশ জবাব চায়। রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে মোদী সরকার সমঝোতা করেছে।
গতকালের বিস্ফোরণের ভয়াবহতা ছাড়িয়ে গিয়েছে উরির তীব্রতাকেও৷ জওয়ানদের কনভয়ের মধ্যে কীভাবে অন্য গাড়ি ঢুকতে পারে, যে রাস্তা দিয়ে বিস্ফোরক বোঝাই গাড়িটি এসেছিল সেখানে কেন কোনও নিরাপত্তারক্ষী ছিল না, বারবার উঠে আসছে এসব প্রশ্ন৷ গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব টুইটে মৃত শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন৷