প্রতিহিংসার রাজনীতি চলছেই। সিবিআই দিয়ে রাজীব কুমারকে কায়দা করতে না পেরে এবার কলকাতা পুলিশের দুই ডিসিকে ডেকে পাঠাল ইডি। রোজভ্যালি মামলায় ডিসি এসইডি কল্যাণ মুখোপাধ্যায় ও ডিসি এসটিএফ মুরলিধর শর্মা-কে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস পাঠানো হয়েছে। তদন্তে দুই অফিসার যাতে সহযোগিতা করেন তার জন্য রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়ে আবেদন জানিয়েছে ইডি।
ইডির চিঠি প্রসঙ্গে মুরলীধর শর্মা বলেন, ‘কম্পিউটারের হার্ড ডিস্ক ও অন্যান্য নথি সম্পর্কে তথ্য জানতে চাওয়া হয়েছে আমার কাছে। স্বরাষ্ট্র সচিব মারফত্ আমার কাছে এই তথ্য চাওয়া হয়েছে। হার্ড ডিস্কগুলো সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। আমরা ইডিকে আদালতে যেতে বলেছিলাম। কিন্তু ইডি তা করেনি। যখন আমরা আদালতে গেলাম, তখন আদালতের তরফে আমাদের বলা হয়, যদি ইডি ওই জিনিসগুলো চায়, তবে ইডিই আদালতকে তা জানাবে। সেকথাই আমরা নির্দিষ্ট মাধ্যম মারফত্ ইডিকে জানিয়েছি’।
উল্লেখ্য, সারদা কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ করা নিয়ে ধুন্ধুমার কাণ্ড ঘটে গত রবিবার। সেদিন লাউডন স্ট্রিটে সিপির বাড়িতে ‘সিক্রেট অপারেশন’ চালাতে সটান চলে যান সিবিআইয়ের একটি দল। যা নিয়ে কলকাতা পুলিশ ও সিবিআইয়ের মধ্যে বাদানুবাদ ও ধ্বস্তাধ্বস্তি হয়। যে ঘটনায় শেষমেশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, জিজ্ঞাসাবাদের নামে ডেকে রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না। এদিকে রাজীব কুমারের পর আরও একটি চিট ফান্ড মামলায় কলকাতা পুলিশেরই দুই আধিকারিককে ইডির এভাবে তলব ঘিরে ভোটের মুখে রাজ্যের ওপর কেন্দ্রের চাপ বাড়ানোর কৌশল হিসাবেই দেখছে ওয়াকিবহাল মহল।