একপেশে ম্যাচ হওয়ার কথাই ছিল না। হয়ওনি। দেখার ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ের হাসি কার মুখে লেগে থাকে। হ্যাঁ, বিশ্বের একনম্বরকে হারিয়ে জয়ের হাসি হাসলেন কিংবদন্তি সেরেনা উইলিয়ামস।মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় সোমবার মেয়েদের এককে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা জেতেন ৬-১, ৪-৬, ৬-৪ গেমে রোমানিয়ার সিমোনা হালেপকে হারিয়ে।
রোমানিয়ার ২৭ বছর বয়সী হালেপের বিপক্ষে এই নিয়ে ১০ বারের লড়াইয়ে নয় বারই জিতলেন সেরেনা। টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জেতা মার্গারেট কোর্টকে স্পর্শ করার লক্ষ্যে থাকা যুক্তরাষ্ট্রের এই খেলোয়াড় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে সপ্তম বাছাই চেক রিপাবলিকের কারোলিনা প্লিসকোভার মুখোমুখি হবেন।
জয়ের পর সেরেনা বলেছেন, ‘সত্যিই হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল। কয়েকটা পয়েন্ট আমি পেয়েছি, যা অবিশ্বাস্য। টেনিস ভালবাসি। যেমন ভালবাসি এই কোর্টে খেলতে। ও (হালেপ) গ্রেট প্লেয়ার। যদিও নিজের স্বাভাবিক খেলাটা খেলেছি। আমি এমন একজন ফাইটার, যে সহজে হাল ছাড়ে না। প্রতিটা পয়েন্টের জন্য লড়াই করি। আমি যে (এখনও) খেলছি, সেটা মিরাক্ল। যে কাজটা করি, লক্ষ্য থাকে যেন তা উপভোগ করতে পারি। আমার কাজই হল কোর্টে নেমে খেলা। যা আমাকে তৃপ্তি দেয়।’