আহমেদাবাদ : আহমেদাবাদ বিমান দুর্ঘটনার ভয়াবহতার রেশ কাটেনি এখনও। অভিশপ্ত ১২ জুন কেড়ে নিয়েছে ২৫০ জনের বেশি মানুষের প্রাণ। এআই ১৭১ নামটাই কার্যত হয়ে উঠেছে বিভীষিকাময় ! আর এয়ার ইন্ডিয়া(Air India)এবার সিদ্ধান্ত নিল, ওই নামে কোনও উড়ান চালাবে না তারা। যদিও প্রকাশ্যে এমন কোনও দাবি তারা করেনি। কিন্তু গোপন সূত্র মারফত এমনই জানিয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম।
Read More: সোশ্যাল মিডিয়ায় শুরু ২১ জুলাইয়ের প্রচার, দলনেত্রীর ছবি দিয়ে ‘ধর্মতলা চলো’র ডাক
শোনা যাচ্ছে, এআই ১৭১-এর নাম বদলে এআই ১৫৯ করা হবে। এবং ফিরতি উড়ানের নাম করা হবে এআই ১৬০। নামপ্রকাশে অনিচ্ছুক এয়ার ইন্ডিয়ার(Air India)এক প্রাক্তন কর্মীর দাবি, ”খারাপ স্মৃতি বা কোনও ট্রমা থেকে বেরিয়ে আসতেই এই নম্বর বদলের সিদ্ধান্ত। পরবর্তী সময়ের যাত্রীদের মন থেকে ওই দুর্ঘটনার স্মৃতি মুছতেই এমনটা করা হচ্ছে।” প্রসঙ্গত, এর আগেও এমন ঘটেছে। ২০১৪ সালে কুয়ালালামপুর-বেজিং রুটে মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমানে দুর্ঘটনার পর এমএইচ ৩৭০ থেকে বদলে এমএইচ ২১৮ রাখা হয় উড়ানটির নাম।

প্রসঙ্গত, বৃহস্পতিবারের দুর্ঘটনায় বিমানে থাকা ২৪১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে এয়ার ইন্ডিয়া। ধ্বংসাবশেষ সরিয়ে ঘটনাস্থল পরিষ্কার করার কাজ চলছে। যে ২৪১ জনের মৃত্যু হয়েছে তাঁদের দেহের অবস্থা এতটাই খারাপ যে মৃতদেহগুলি শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেঁচে গিয়েছেন একজন যাত্রী। এদিকে যে মেডিক্যাল কলেজের হস্টেলে এই বিমান ভেঙে পড়ে সেখানেও হতাহতের আশঙ্কা রয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1933821725520859376?s=19