কলকাতা: সপ্তাহের শেষেই আবহাওয়ার পরিবর্তন। বর্ষা ঢোকার আগেই ধেয়ে আসছে ঝড়বৃষ্টি। দুর্যোগের আশঙ্কা। উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে তাপমাত্রা একই রকম থাকবে।(Weather Update)তার পরের তিন দিনে ধীরে ধীরে দুই থেকে চার ডিগ্রি নামতে পারে পারদ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি বেশি।
Read More: বদলে যাচ্ছে এআই ১৭১ নাম! উড়ানের বিভীষিকাময় স্মৃতি মুছতে তৎপর এয়ার ইন্ডিয়া
হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কোনও সম্ভাবনা নেই। তবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ওড়িশা, বিহার এবং ঝাড়খণ্ডের কিছু এলাকায় বর্ষা প্রবেশ করবে দিন দুয়েকের মধ্যেই। পশ্চিমবঙ্গেও একই সময়ে বর্ষা ঢুকতে পারে। মঙ্গল অথবা বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষামঙ্গলের পূর্বাভাস। তার আগে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো বাতাস।

দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা।(Weather Update)সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1933823915597463920?s=19
সময়ের আগেই বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে শনিবার ভারী থেকে অতিভারী (১২ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। এ ছাড়া, ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কোচবিহার, উত্তর দিনাজপুরেও। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও। আগামী সপ্তাহের শেষের দিকেও উত্তরের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বিস্তীর্ণ এলাকায়।