কলকাতা: আগামী ২১ জুলাই নিয়ে প্রস্তুতি শুরু তৃণমূলের অন্দরে। ইতিমধ্যেই ভবানীপুরে এ নিয়ে বৈঠকে প্রস্তুতির শুরু। এহেন পরিস্থিতিতে এবার সোশ্যাল মিডিয়াতেও প্রচার শুরু শহিদ দিবসের।(Sahid Dibos)বদলে গেল দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের কভার ফটো। জানা যাচ্ছে, এই পোস্টারই ২১ জুলাইয়ের ব্যানার হিসেবে ব্যবহৃত হতে পারে।
Read More: শনিবারেই ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠক, দলকে একাধিক গাইডলাইন মমতার
শনিবারেই এই ২১ জুলাইয়ের নয়া পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে। তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে এই পোস্টার প্রকাশ করা হয়েছে। যার ব্যাকগ্রাউন্ডে সেই অভিশপ্ত দিনের ছবি জ্বলজ্বল করছে। ঘাসফুলের পতাকাও রয়েছে সেখানে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ‘ধর্মতলা চলো’র ডাক এই পোস্টারে।

ইতিমধ্যে দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, গত কয়েক বছরের মতো এবারও রাজ্য কমিটির তরফে দেওয়া সিডি মেনেই পোস্টার ও ব্যানার করতে হবে। দলীয় কমিটির নামেই ওই ব্যানার হবে। কোনও ব্যক্তির নাম দিয়ে ব্যানার বা পোস্টার করা যাবে না। সেক্ষেত্রে নতুন এই ছবিটি ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1933806194923065802?s=19
জানা যাচ্ছে, ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রচারের গাইডলাইন বেঁধে দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এবারের শহিদ দিবস(Sahid Dibos )থেকেই দলের নির্বাচনী প্রচারের ঢাকে কাঠি পড়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।