কলকাতা : আগামী সপ্তাহেই ফুরফুরা শরিফ যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee)অঞ্চলের কাজ নিয়ে সমস্যার কথা জানিয়ে গত সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি। আর তার দিনসাতেক পরেই ফুরফুরা শরিফ যাচ্ছেন মমতা।
Read More: ‘ভূতুড়ে’ ভোটার ধরতে পঞ্চায়েত-টাউন স্তরে কমিটি, ৫ দিনের সময় বেঁধে দিলেন অভিষেক
সোমবার বিকেলে ফুরফুরা শরিফে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর।(Mamata Banerjee)সেখানে দিয়ে ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গে কথা বলবেন। ফুরফুরার উন্নয়ন নিয়ে হতে পারে আলোচনা। গত সোমবার প্রায় ২০ মিনিট ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির। শোনা গিয়েছে, বিধানসভা অধিবেশন চলাকালীনই তহবিল সংক্রান্ত সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন তিনি। বৈঠকের পর নওশাদ জানান, তাঁকে সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Link: https://x.com/ekhonkhobor18/status/1900905611229098224?s=19
রমজান মাসে মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরিফ সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ফুরফুরা শরিফে ধাপে ধাপে একাধিক উন্নয়নমূলক কাজ করেছে রাজ্য সরকার। সোমবার সেখানে গিয়ে সেসবের অগ্রগতি খতিয়ে দেখতে পারেন মমতা। এছাড়া পীরজাদার সঙ্গেও আলোচনার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সেখানে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।