কলকাতা : আর মাত্র বছরখানেক। তারপরই বিধানসভা নির্বাচন বাংলায়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছাব্বিশের ভোটের তোড়জোড়। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে জমা পড়া অভিযোগের দ্রুত সুরাহা করতে উদ্যোগী হল নবান্ন।(Nabanna )শুক্রবার রাজ্যের কর্মী বিনিয়োগ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
Read More: উন্নয়ন নিয়ে আলোচনা, আগামী সপ্তাহেই ফুরফুরা শরিফ সফরে মুখ্যমন্ত্রী
উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর অধীনস্থ পরিকল্পনা রূপায়ণ এবং অভিযোগ নিরসন দফতরের জন্য নিয়োগ করা হচ্ছে এক জন বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। আইএএস পদমর্যাদার আধিকারিক দীপঙ্কর মণ্ডল ওই পদে নিযুক্ত হবেন। আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর দফতরে জমে থাকা যাবতীয় অভিযোগের সমাধানের উদ্দেশ্যে এই বিশেষ নিয়োগ, এমনটাই মনে করছে প্রশাসনিক মহল।
কয়েক বছর আগে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ হেল্পলাইন নম্বর চালু করে রাজ্যে সাধারণ মানুষের সমস্যার কথা জানার চেষ্টা করে নবান্ন।(Nabanna )সাধারণ মানুষের সমস্যা জানামাত্রই তার সমাধান করতে উদ্যোগী হয় প্রশাসন। নতুন এই নিয়োগ প্রসঙ্গে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন, ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ হেল্পলাইন নম্বরে প্রতি দিন অনেক অভিযোগ আসে। জমা পড়া অভিযোগের থেকে বাছাই করে দফতরভিত্তিক সেই সব সমস্যার সুরাহা করা হয়। রাজ্য সরকার দ্রুত সেই কাজ শেষ করতে চাইছে। তাই এক জন আইএএস পদমর্যাদার আধিকারিককে বিশেষ দায়িত্ব দিয়ে এই কাজ সম্পন্ন করতে বলা হয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1900913823961534766?s=19
প্রসঙ্গত, চলতি বছর শেষ হওয়ার আগেই ভোটের প্রস্তুতি শুরু হয়ে যাবে বলে মনে করছে রাজ্য। তার আগে যাতে রাজ্যের মানুষের জানানো অভিযোগের নিরসন করা যায়, সেই বিষয়ে উদ্যোগী হতে শীর্ষ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অব্যবহিত পরেই প্রশাসনিক মহলে শুরু হয় তৎপরতা। জমা পড়া সমস্যার সমাধান দ্রুত করতেই বিশেষ আধিকারিককে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি পরিকল্পনা রূপায়ণ দফতর থেকে কোন প্রকল্পের কাজ কত দূর হয়েছে, উক্ত আধিকারিক নজর রাখবেন সে বিষয়টিতেও।