আর মাত্র দিনেতিনেকের অপেক্ষা। তারপরই শুরু হবে বহুপ্রতীক্ষিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। চলছে শেষ লগ্নের তোড়জোড়। নবান্ন সূত্রের খবর, চলতি বছরের শিল্প সম্মেলন থেকে বড় বিনিয়োগ নিয়ে আশাবাদী রাজ্য। আগামী মঙ্গলবার বিকেলে নবান্নে মন্ত্রিসভার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় সেই বার্তা পৌঁছে গিয়েছে রাজ্যের সব দফতরের মন্ত্রীর কাছে। সম্মেলনে যোগ দিতে আসতে পারেন দেশের তাবড় সব শিল্পপতি এবং বণিকমহলের প্রতিনিধিরা। সম্মেলনে যোগদান করতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকও।
মেগা সম্মেলনের প্রস্তুতি-সহ একাধিক খুঁটিনাটি নিয়ে গত কয়েকটি বৈঠকে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কয়েক’শো একর জমি ‘পরিত্যক্ত’ অবস্থাতেই পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। সেই জমিগুলিতে নতুন করে কোনও শিল্প বা শিল্পপার্ক তৈরি করা যায় কিনা, সে দিকেই নজর নবান্নের। এছাড়াও, সেমিকন্ডাক্টর, বস্ত্র ও চর্ম শিল্পেও বিশেষ নজর দিতে চলেছে রাজ্য। এছাড়া পর্যটন, ভারী শিল্প কারখানা-সহ একাধিক বিষয়ে নজর দেওয়া হয়েছে। পাশাপাশি, শিল্প সম্মেলন থেকেই রাজ্যে এআই হাব তৈরির ঘোষণা করতে পারে আইটিসি ইনফোটেক।
প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই বাংলায় শিল্পে বিনিয়োগ আনতে বিশেষভাবে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিনিয়োগ টানতে বিদেশ সফরও করেছেন তিনি। প্রতিবছরই বাংলার বুকে নিয়ম করে আয়োজিত হয় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। এবার ৫ ও ৬ ফেব্রুয়ারি ধনধান্য অডিটোরিয়ামে বসতে চলেছে সেই আসর। মুখ্যমন্ত্রী বারবারই স্পষ্ট করে দিয়েছেন যে, এবছর আরও শিল্প ও কর্মসংস্থানের ব্যবস্থা করাই তাঁর সরকারের প্রধান লক্ষ্য।