কলকাতা: এবার কর্মসংস্থান নিয়ে নয়া চিন্তাভাবনা রাজ্যের। জানা যাচ্ছে, তৃতীয় মেয়াদের মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে চলতি মাসেই। এবার সেই বাজেটে বড় চমক এনে সাধারণের জন্য সুখবর দিতে পারে তৃণমূল সরকার। নবান্ন সূত্রে খবর, ওই বাজেটে নতুন কর্মসংস্থানের লক্ষ্যে বড় ঘোষণা করা হতে পারে। প্রায় ৫০ হাজার নতুন নিয়োগের ঘোষণা করতে পারে নবান্ন।
জানা গিয়েছে, চুক্তিভিত্তিক ও স্থায়ী মিলিয়ে বিভিন্ন দফতরে নিয়োগ করা হবে। রাজ্যের বেকারত্ব সমস্যাকে মাথায় রেখে এবার বিরাট ঘোষণা করা হবে আসন্ন রাজ্য বাজেটে। সরকারের সীমিত আর্থিক সামর্থ্য তার মধ্যেই শিল্পায়নের পথ প্রশস্ত হলেও শ্রমনিবিড় কাজের অগ্রগতিতে এবার মনোযোগ দেবে রাজ্য। সূত্রের খবর অনুসারে, শিশু ও পুষ্টি সংক্রান্ত বিভাগে নিয়োগ হবে সবচেয়ে বেশি।

পাশাপাশি, আইসিডিএস এবং অঙ্গনওয়ারী প্রকল্পের অধীনে নিয়োগ হবে অঙ্গনওয়ারী কর্মী, সহকারী ও সুপারভাইজার পদে। শিশুদের স্বাস্থ্য, পুষ্টি এবং প্রাথমিক শিক্ষার সঙ্গে জড়িত এই পদগুলিতে বহু মহিলা কর্মী নিয়োগের ঘোষণাও করা হতে পারে। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নার্সিং সিস্টার, হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট ও মেডিক্যাল অফিসার পদে নিয়োগের চিন্তাভাবনা করা হচ্ছে বলেও মিলছে খবর।
এছাড়াও শিক্ষাক্ষেত্র এবং নিরাপত্তা বাহিনীতেও করা হবে নিয়োগ। সরকারি স্কুলগুলিতে চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষা সহায়ক এবং রিসোর্স পারসন নিয়োগের পরিকল্পনা রয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পেও কর্মী নেওয়া হতে পারে। গ্রামোন্নয়ন, পর্যটন, সংস্কৃতি, জল সরবরাহ ও আইন দফতরেও কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলেও জানা গিয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রের বাজেটে দেশের বেকারত্ব সমস্যার সমাধানের কথা না ভাবা হলেও রাজ্য তার সীমিত আর্থিক সামর্থ্যতেও কর্মসংস্থানকে বেশ অনেকখানি গুরুত্ব দিতে চলেছে রাজ্য বাজেটে। তাই আসন্ন রাজ্য বাজেটে একাধিক কর্মসংস্থানের ঘোষণা বাংলার যুবকদের তথা যুব সমাজের জন্য নতুন পথ দেখাবে বলেই মনে করা হচ্ছে।