অনেকদিন ধরেই নেইমারকে পেতে জোর চেষ্টায় চালিয়ে যাচ্ছেন ফ্লোরেন্তিনো পেরেজ। কিন্তু তাকে ফাঁকি দিয়ে ব্রাজিলের ফরোয়ার্ড গত মরসুমেই পাড়ি দিয়েছেন পিএসজিতে। তারপরও হাল ছাড়েননি পেরেজ। আশায় রয়েছেন নিকট ভবিষ্যতে প্রাক্তন বার্সেলোনা তারকাকে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবে ভেড়াতে পারবেন। এখনো নেইমারের গায়ে রিয়াল মাদ্রিদের বিখ্যাত সাদা জার্সি চাপানোর চেষ্টা করছেন পেরেজ। তবে অনেকেরই ধারণা নেইমার নয়, তাঁর এক সতীর্থই রিয়ালের জন্য ভালো হবেন। আর সেটা হচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পের প্রাক্তন ক্লাবের এক পরিচালক লুইস ক্যাম্পোসের ধারণা রিয়ালের জন্য এমবাপ্পেই ভালো।
স্পোর্টিং ডিরেক্টর হিসেবে বর্তমানে লিলেতে আছেন লুইস ক্যাম্পোস। তবে এএস মোনাকোতে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করছিলেন কিছুদিন আগেও। বিশ্ব ফুটবলে কিলিয়ান এমবাপ্পের উত্থানটা তাই দেখেছেন স্বচক্ষে, একদম কাছ থেকেই। এমবাপ্পের প্রতিভা নিয়ে তাঁর মনে কোনো সন্দেহ নেই। আর এ কারণেই তাঁর ধারণা এক দিন না একদিন রিয়াল মাদ্রিদে যাবেন এমবাপ্পে। ক্যাম্পোস বলেছেন, ‘কিলিয়ান অসাধারণ মায়াবী ফুটবল খেলে। এটাই আমরা দেখতে চাই। আর এত উচ্চ মানের ফুটবলার হিসেবে ওর গায়ে আমি রিয়াল মাদ্রিদের জার্সি দেখতে পাচ্ছি। কারণ এটাই সে ক্লাব যা তার মানের সঙ্গে যায়, এখানেই সেরা খেলোয়াড়েরা যেতে চায়।’
১৪ বছর বয়সেই রিয়ালের নজরে পড়েছিলেন এমবাপ্পে। জিনেদিন জিদানের আগ্রহ সত্ত্বেও মোনাকোকেই বেছে নিয়েছিলেন প্যারিসের কিশোর। সে সিদ্ধান্ত যে ভুল ছিল না তার প্রমাণ মিলেছে গত বছর। মাত্র ৪ বছর পরই তাঁর জন্য ১৮০ মিলিয়ন ইউরো খরচ করতে চেয়েছিল রিয়াল। এবারও রিয়ালকে টপকে এমবাপ্পেকে নিয়ে গেছে পিএসজি। তবে ক্যাম্পোসের ধারণা নেইমার নয়, এমবাপ্পেই আলোকিত করবেন বার্নাব্যু। এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোর কীর্তিকেও টপকে যাবেন এমবাপ্পে! ‘ভবিষ্যতে আমি নিজেকে সান্তিয়াগো বার্নাব্যুতে দেখতে পাচ্ছি। সেখানে এমবাপ্পের জাদু উপভোগ করছি। কারণ এখন নেইমারের চেয়ে এমবাপ্পেই বেশি ম্যাচের ভাগ্য গড়ে দিচ্ছে। সে ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়েও ভালো হবে। আমার চোখে এমবাপ্পে রোনালদোর চেয়ে বেশি ব্যালন ডি’অর জিতবে।’