হনুমান নিয়ে মতভেদ ও বিতর্ক বেড়েই চলছে। কেউ বলছেন হনুমান হিন্দু, কেউ বলছেন দলিত আবার কারও দাবি তিনি আদিবাসী। হনুমান আসলে কোন জাতের ছিলেন, তা নিয়েই খেলায় মেতেছে রাজনৈতিক মহল। এর মধ্যে উত্তরপ্রদেশের বিজেপি নেতা বুক্কল নবাব হনুমান নিয়ে বিতর্ক উসকে দিলেন। জানালেন, হনুমান আসলে মুসলিম ছিলেন।
নিজের দাবির স্বপক্ষে আজব যুক্তি দিয়ে বিজেপি নেতা বুক্কল নবাব বলেন, ‘আমার মতে হনুমান একজন মুসলিম ছিলেন। সেই কারণেই মুসলমানদের নাম হনুমানের সঙ্গে মিলিয়ে রহমান, রামজাম, ফরজাম, জিশান, কুরবান রাখা হয়। সব নামই প্রায় হনুমানের সঙ্গে মিলে যায়’। উত্তর প্রদেশের বিধান পরিষদের সদস্য বুক্কলের আরও দাবি, হনুমান না থাকলে এই ধরনের মুসলিম নামের অস্তিত্বই থাকত না।
মাত্র কয়েকদিন আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, ‘হনুমানজী অরণ্যে থাকতেন। তিনি দলিত শ্রেণির প্রতিনিধি।‘ বিজেপি সাংসদ সবিত্রাবাই ফুলে বলেন, ‘মনুবাদীদের ক্রীতদাস ছিলেন হনুমানজী।‘ ভোপালের এক জৈন পুরোহিতের দাবি, হনুমানজী আদিবাসী নয়, দলিতও নয়। তিনি জৈন। এদিনও হনুমানের জাতিতে টান অব্যাহত। এবার তালিকায় নতুন সংযোজন হলেন মুসলিম বিজেপি নেতা বুক্কল নবাব।