আগুন লাগল নির্মীয়মান বহুতল ‘দ্য ৪২’ -এর সাত, আট ও নয় তলায়। আজ শনিবার সন্ধ্যায় চৌরঙ্গী রোডে অবস্থিত এই বহুতলে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঝালাইয়ের ফুলকি থেকে আগুন লেগেছে বলে অনুমান দমকল কর্মীদের। তবে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। নির্মীয়মাণ বিল্ডিং হওয়ায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘ওয়েলডিং মেশিন দিয়ে কাজ করার সময় কোনও ভাবে আগুন লেগে যায়। এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।’
দমকল সূত্রে খবর, নির্মীয়মাণ ওই বহুতলে কাজ চলছিল। বাইরের দিকে লাগানো ছিল নাইলনের জাল। তাতেই কোনও ভাবে আগুন ধরে যায়। সেই আগুন প্রথমে ছড়িয়ে পড়ে ৭ তলায়। তারপর তা ছড়িয়ে পরে উপরের ৮ ও ৯ তলায়। সেখানে কর্মরত শ্রমিকেরাই এই আগুন লাগার ঘটনা দেখতে পান। তাঁরাই খবর দেন দমকলে। খবর পেয়েই দমকলের তিনটি ইঞ্জিন সেখানে এসে পৌঁছায়। আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনেন তাঁরা।
এখনও পর্যন্ত কলকাতার সব থেকে উঁচু এই বহুতল – ৬৩ তলা। এই ধরনের বহুতলে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকলের রয়েছে অত্যধুনিক ল্যাডার। আগুন নেভাতে তা-ও নিয়ে আসা হয়। এখন যেহেতু নির্মিয়মাণ অবস্থায় রয়েছে, তাই ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হবে না বলেই জানিয়েছে পুলিশ। নির্মীয়মাণ ওই বহুতলে যথাযথ অগ্নি নির্বাপণ ব্যবস্থা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের সুবিধা হয়েছে বলে জানা গেছে।