বঙ্গভঙ্গের আগে জোকায় গড়ে উঠেছিল গুরুসদয় মিউজিয়াম। কিন্তু এই ঐতিহ্যবাহী মিউজিয়ামের ১০ জন কর্মীর গত ন’মাস ধরে বেতন বন্ধ। টাকা পাঠাচ্ছে না কেন্দ্র। পুজোর মুখেও বেতন না পেয়ে তাঁদের জীবনে নেমে এসেছে অন্ধকার। কবে এই অন্ধকার কাটবে তা নিয়েও তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।
বাংলার সংস্কৃতি, কারুকার্য, শিল্পকলা সমৃদ্ধ এই মিউজিয়ামে রয়েছে ৩৩ হাজারের বেশী দ্রষ্টব্য। যার বিকল্প আর কোথাও মিলবে না। কর্মীরা জানালেন, সেই জানুয়ারিতে শেষবার বেতন পেয়েছিলেন। তারপর থেকে পুরোপুরি বন্ধ। মিউজিয়াম সূত্রে খবর, কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে, আর বেসরকারি মিউজিয়ামকে অনুদান দেবে না তাঁরা। কর্মীদের বক্তব্য, মিউজিয়ামকে স্বনির্ভর হওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রক। নিজেদের আয় বাড়িয়ে কর্মীদের টাকা মেটানোর কথা বলা হয়েছে। কিন্তু আয় আর কত বাড়বে!
আয় বাড়াতে মিউজিয়াম কর্তৃপক্ষ প্রবেশ মূল্য ২ টাকা থেকে ৫ টাকা করেছে। আর বিদেশিদের ৫০ থেকে ১০০ টাকা করা হয়েছে। সূত্রের খবর, এখানকার কর্মীরা নূন্যতম ২০ হাজার টাকা করে বেতন পান। কিন্তু সবাইকে সেই টাকা দেওয়া কার্যত অসম্ভব। এখন কেন্দ্রের মন বদলের আশায় দিন গুনছেন এখানকার কর্মীরা।