১০৬ দিন জেল হেফাজত কাটিয়ে ফেরার পর থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। পেঁয়াজের দাম থেকে কাশ্মীর৷ একাধিক ইস্যুর গোলাবর্ষণে জেরবার মোদী সরকার। তাঁর অভিযোগ, বিজেপি রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে৷
তিনি আরও বলেন, হাজার চাপের মধ্যেও তাঁকে গলায় রসুলি পড়ানো যায় না৷ এমনকী তিনি হাজার চাপের মধ্যে নতিস্বীকার করেননি৷ বিজেপির দিকে ঝুঁকে যাননি৷ তাঁর কথায়, কাশ্মীর উপত্যকায় ৭৫ লাখ কাশ্মীরির স্বাধীনতা দেওয়া হয়নি৷ এর মানে কেউই স্বাধীনতা পাননি৷ তাঁর মতে, স্বাধীনতাকে ভাগ করা যায় না৷ তোমার স্বাধীনতা আমারও৷ আমার স্বাধীনতার তোমারও৷ আমি তোমার স্বাধীনতা রক্ষা করতে না পারলে, তুমি আমারটা রক্ষে করতে পারবে না৷
আইএনএক্স মিডিয়া মামলায় তিনি তিহার জেলে ছিলেন৷ গত ৪ তারিখ তিনি সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পান৷ চিদম্বরম সাংবাদিকদের বলেন, ফেসিস্ট সরকার স্বাধীনতার গলা টিপে মেরেছে৷ এরপরেও আমাদের দর্শক হয়ে থাকতে হবে? নিজের সম্পর্কে তিনি বলেন, আমাকে কেন জেলে পাঠানো হল? কেন্দ্র ভেবেছিল এর ফলে আমাকে মানসিকভাবে ভেঙে দেওয়া যাবে৷ কোনওদিনই সেটা সম্ভব হবে না৷
এদিন সরাসরি মোদীকে নিশানা চিদম্বরম বলেন, প্রধানমন্ত্রী অর্থনীতি নিয়ে অস্বাভাবিক রকম নীরব। মন্ত্রীদের তিনি ধাপ্পাবাজি ও তর্জন-গর্জনের দায়িত্ব দিয়েছেন। ফল হল, এই সরকার অর্থনীতির অযোগ্য পরিচালক হয়ে দাঁড়িয়েছে। অর্থনীতির সঙ্কটে ‘প্রধানমন্ত্রীর নীরবতা’র পাশাপাশি প্রশ্ন তোলেন ‘সরকারের দিশাহীনতা’ নিয়ে। হুঁশিয়ারি দেন, অর্থনীতির প্রতিটি সমস্যা নিয়ে তিনি আরও বিশদে মুখ খুলবেন।