প্রতিবেদন : ইডেনের পিচ নিয়ে বিতর্ক থামছেই না। এবার এপ্রসঙ্গে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।(Sourav Ganguly)সরাসরি পিচ নিয়ে কিছু বলেননি তিনি। তবে ফ্র্যাঞ্চাইজিগুলির যে হোম অ্যাডভান্টেজ পাওয়া উচিত, সে কথা মেনে নিলেন তিনি।
Read More: বিল বকেয়া থাকলেও আটকানো যাবে না মৃতদেহ, বেসরকারি হাসপাতালগুলিকে কড়া নির্দেশ রাজ্যের
চলতি আইপিএল মরশুমে ইডেনে এ পর্যন্ত ৩ ম্যাচের দুটিই হেরেছে কেকেআর। এদের মধ্যে গত ম্যাচে লখনউ সুপার জানান্টসের বিরুদ্ধে ৪ রানে হারও রয়েছে। নতুন করে পিচ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন রাহানে। কেন হোম অ্যাডভান্টেজ নিতে পারছে না নাইটরা? প্রশ্নের উত্তরে সৌরভ(Sourav Ganguly)বলেন, “এটা রাহানেকেই জিজ্ঞেস করা উচিত। এই লাস্ট ম্যাচটাই একটা সময় তো রীতিমতো ছুটছিল নাইটরা। অনায়াসে একটা ওভার বাকি থাকতেই ম্যাচটা জেতা উচিত ছিল।”

পাশাপাশি, তাঁর কথায়, “আমি বুঝতে পারছি প্রশ্নটা কেন করা হচ্ছে, তবে ওই বিতর্ক নিয়ে আমি কিছু বলব না।” সৌরভ আশাবাদী, নাইটরা এই মরশুমেই ঘুরে দাঁড়াবে। “যথেষ্ট সময় আছে, ওদের ভালো ক্রিকেটারও আছে। রাহানে নিজে ভালো ফর্মে। আমার চিন্তা শুরু রিঙ্কু সিংকে এত নিচে ব্যাট করানো নিয়ে”, জানান তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1910633948725620867?s=19
উল্লেখ্য, ইডেনের পিচ নিয়ে চলতি মরসুমের শুরু থেকেই দোষারোপের পালা অব্যাহত। প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে হারের পরই রাহানে নিশানা করেছিলেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে। নাইট অধিনায়কের বক্তব্য ছিল, বাকি ফ্র্যাঞ্চাইজিগুলি যেখানে হোম অ্যাডভান্টেজ পাচ্ছে, সেখানে কেকেআর বঞ্চনার শিকার। নাইটদের দাবি ছিল, র্যাঙ্ক টার্নার না হলেও পিচ সামান্য স্পিন-সহায়ক থাকা উচিত। সুজনও সেসময় বলে দেন, ফ্র্যাঞ্চাইজির দাবি মতো পিচ বানাতে তিনি বাধ্য নন। পরে যদিও উপরমহলের হস্তক্ষেপে সমস্যা খানিকটা মেটে। সানরাইজার্স ম্যাচে নিজেদের পছন্দসই পিচ পেয়ে যায় কেকেআর। ওই ম্যাচ অনায়াসে জিতেও নেয় নাইটরা। লখনউ ম্যাচেও ঘূর্ণি-পিচ চেয়েছিলেন রাহানেরা। কিন্তু তা মেলেনি।