প্রতিবেদন : তাঁর নামে রয়েছে ‘চাইল্ড’। যার বাংলা অর্থ ‘শিশু’। আদতে তিনি ৬৪ বছরের প্রৌঢ়া। গড়ে ফেলেছেন এক অনন্য নজির। বিশ্বের দ্বিতীয় বয়স্কা ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটালেন পর্তুগালের জোয়ানা চাইল্ড।(Joanna Child)
Read More: ‘হোম অ্যাডভান্টেজ পাওয়া উচিত’, ইডেনের পিচ প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ
গত ৭ এপ্রিল লবার্গারিয়ায় নরওয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পর্তুগালের হয়ে অভিষেক হয় জোয়ানার।(Joanna Child)সিরিজের তিন ম্যাচেই খেলেছেন তিনি। প্রথম ম্যাচে করেছিলেন মাত্র ২ রান। বোলিংয়েও সাফল্য পাননি। চার বল করে ১১ রান দেন। তাঁর দল অবশ্য ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে। জোয়ানা যে দলে ছিলেন, সেই দলে ছিল ১৫ বছর বয়সী ইশরত চিমা। ছিল মরিয়ম ওয়াসিম ও আফশিন আহমেদ, এই দুই ক্রিকেটারের বয়স ১৬।

উল্লেখ্য, ফকল্যান্ডের অ্যান্ড্রু ব্রাউনলি (৬২ বছর, ১৪৫ দিন) এবং কেম্যানের ম্যালি মুর (৬২ বছর, ২৫ দিন)-কে টপকে রেকর্ডবুকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন জোয়ানা। তালিকার সবার উপরে রয়েছেন জিব্রাল্টারের স্যালি বারটন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয়েছিল ৬৬ বছর ৩৩৪ দিন বয়সে। আপাতত, জোয়ানার সাহস এবং মনোভাবের প্রশংসায় পঞ্চমুখ নেটাগরিকরা।
Link:https://x.com/ekhonkhobor18/status/1910685498374316132?s=19