কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচন, তার আগেই রাজনীতির রণকৌশল সাজাতে ব্যস্ত শাসকদল। বিরোধী গেরুয়া শিবিরও আপ্রাণ চেষ্টা করছে বিধানসভা নির্বাচনের আগে দলের অন্দরের অবস্থাকে পুনর্জ্জীবিত করতে। কিন্তু তাতেও প্রচেষ্টা আদতে ধোপে টিকছে না। দোলের আগেই বিজেপির নয়া সভাপতির(President )নাম ঘোষণার কথা ছিল। সেই কানাঘুষো শোনা গেলেও এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি সেই নাম। সভাপতির নাম ঘোষণা নিয়ে বিজেপির অন্দরে যে একটা রাজনৈতিক টানাপোড়েন চলছে তা আর বলার অপেক্ষা রাখে না।
Read More: কৃষকদের সার্বিক উন্নয়নই মা-মাটি-মানুষের সরকারের লক্ষ্য, বার্তা মমতার
বর্তমান সভাপতি(President )জে পি নাড্ডা আর ৪০ দিন সভাপতি থাকবেন বলেই ঠিক হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সংঘ পরিবার ও দলের মধ্যে মতানৈক্যর কারণেই বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির নাম চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না। বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ, তথা সংঘ পরিবার বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সংঘের সম্মতি ছাড়া এই পদে কাউকে বসানো হয়নি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1900844013252735066?s=19
সেই মতোই অনেকটা আগে থাকতে এবারও সংঘের কাছে এ বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছিল। কিন্তু তারপর থেকে বিজেপির পক্ষ থেকে যাদের নামই সভাপতি পদের জন্য ভাবনা চিন্তা করা হয়েছে, সেই নামে রাজি হয়নি সংঘ। জানা গিয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে সংঘ এমন কাউকে চাইছে যার আনুগত্য দলের পাশাপাশি সংঘ পরিবারের প্রতিও সমানভাবে থাকবে। কিন্তু বিজেপির পক্ষ থেকে যে নামই ভাবা হচ্ছে তাদের আনুগত্য অধিকাংশ ক্ষেত্রেই ব্যক্তিকেন্দ্রিক বলে মনে করছে সংঘ। অতএব বোঝাই যাচ্ছে, রণনীতি তো দূরের কথা অন্তর্দ্বন্দ্বের জেরে কার্যত অন্দরমহল সামলাতেই হিমশিম খাচ্ছে গেরুয়া শিবির।