কলকাতা : রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের উন্নতিসাধনে ফের গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে হাঁটল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাংলার বুকে তৈরি হচ্ছে চারটি নতুন ইএসআই হাসপাতাল।(ESI Hospital)প্রত্যেকটি হাসপাতাল হবে ১০০ শয্যাবিশিষ্ট। অত্যাধুনিক এই চারটি হাসপাতাল তৈরি হবে উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দার্জিলিংয়ে। সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা পরিষেবা পাবেন সাধারণ মানুষ।
Read More: সংঘের সঙ্গে দ্বন্দ্ব! বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা নিয়ে কাটছে না জট
পাশাপাশি, নবান্ন সূত্রে জানা গিয়েছে যে কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের তরফে রাজ্যের কাছে প্রস্তাব এসেছিল। তার প্রেক্ষিতে যাবতীয় বিষয়ে সমস্ত রকমের সাহায্য দেবে রাজ্য। ইএসআই কর্পোরেশন এই চার হাসপাতাল(ESI Hospital)তৈরির জন্য নীতিগত সম্মতি জানিয়েছে। নদিয়ার কল্যাণীতে এইমস তৈরি করা হয়। জোরকদমে শুরু হয়ে গিয়েছে তার কাজ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1900846351623348458?s=19
রাজ্য সরকারের এহেন উদ্যোগে আশাবাদী রাজ্যের স্বাস্থ্য কর্তারা। তাঁরা জানিয়েছেন, দার্জিলিংয়ের মতো পাহাড়ি এলাকায় প্রস্তাবিত ইএসআই হাসপাতাল চালু হলে অসংখ্য মানুষ উপকৃত হবেন। দুই মেদিনীপুরে ও উত্তর ২৪ পরগনায় নয়া তিন ইএসআই হাসপাতাল নির্মিত হলে সহজে পরিষেবা পাবেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা।