কলকাতা: রেলের জন্য বাজেটে(Railway Budget)বরাদ্দ বেড়েছে বাংলার। কিন্তু তাতেও লাভ হচ্ছে না পশ্চিমবঙ্গের! এবার তার নেপথ্যের কারণ জানিয়ে সরব হল তৃণমূল। বরাদ্দ বাড়লেও শতাংশের হিসাবে ইউপিএ জমানার তুলনায় বর্তমানে রেলের বরাদ্দ কার্যত এক-তৃতীয়াংশে এসে দাঁড়িয়েছে বাংলার, এহেন দাবি করেই এবার সোচ্চার হলেন তৃণমূল নেতৃত্ব।
Read More: বাংলার সমস্ত বকেয়া মেটানো হোক শীঘ্রই, কেন্দ্রের কাছে সুপারিশ গ্রামোন্নয়ন মন্ত্রকের
রাজ্যসভায় রেলের কার্যপদ্ধতি নিয়ে আলোচনায় তৃণমূল সাংসদ দোলা সেন, মমতাবালা ঠাকুরেরা দাবি করেন, ‘‘ইউপিএ জমানায় রেল বাজেটের(Railway Budget)১৬.৮৫ শতাংশ বরাদ্দ পেত পশ্চিমবঙ্গ, যা এখন কমে ৫.৪৬ শতাংশে নেমেছে।’’ তাঁরা আরও বলেন, বাজেট বরাদ্দ কমেছে তামিলনাড়ু, কেরলের মতো অন্যান্য বিরোধী-শাসিত রাজ্যগুলিরও। রেলের বেসরকারিকরণ ও যাত্রী-সুরক্ষা খাতে বরাদ্দ কমানো নিয়ে তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলও সরব হন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1900107407487099017?s=19
প্রসঙ্গত, এ বার পশ্চিমবঙ্গের জন্য রেল খাতে ১৩,৯৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে বাজেটের পরে দাবি করেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর দাবি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গের জন্য গড়ে যে অর্থ (৪৩৮০ কোটি) বরাদ্দ করা হত, তার চেয়ে বর্তমানে চার গুণ বেশি অর্থ দেওয়া হয়েছে রাজ্যকে। তবে সে নিয়েই এবার রাজ্যসভায় রেলের বাজেটের অবস্থা আদতে কি! তা তুলে ধরে সরব হল তৃণমূল।