প্রতিবেদন: ১২ বছর পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফির(Champions Trophy)খেতাব এল টিম ইন্ডিয়ার ট্রফি ক্যাবিনেটে। নিউ জিল্যান্ডকে হারিয়ে বিজয়ী রোহিত-ব্রিগেড। গত ৯ মাসে এই নিয়ে জোড়া আইসিসি ট্রফি জিতল ভারত। ভারতের এই অনবদ্য জয়ে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Read More: শেষ রাতে ‘ওস্তাদ’ রোহিত – কিউয়িদের হারিয়ে সেরার সেরা ভারত, এল তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মমতা লেখেন, ”আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি(Champions Trophy)টি-২০ টুর্নামেন্টে অসাধারণ জয়ের জন্য আমাদের ভারত দলকে আমার আন্তরিক অভিনন্দন!”
Link: https://x.com/ekhonkhobor18/status/1898827275375956147?s=19
পাশাপাশি, মুখ্যমন্ত্রীর কথায়, “রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে খেলোয়াড়রা সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছে, প্রথম থেকেই নিজেদের ধারাবাহিকতা বজায় রেখেছে এবং অবশেষে অত্যন্ত দক্ষতার সাথে আমরা ট্রফি জিতেছি! ভারতীয়দের জন্য এটি এক অসাধারণ গর্বের সন্ধ্যা!”