রাজ্যজুড়ে প্রায় ১৫০০ জনকে নিয়োগ করা হবে বিভিন্ন শূন্যপদগুলিতে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হল এমনই সিদ্ধান্ত। রাজ্যের প্রতিটি মহকুমায় পুলিশের জন্য একজন করে আইনি পরামর্শদাতা নিয়োগ করা হবে। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। সূত্রের খবর, শীঘ্রই রাজ্যের ৯৯টি মহকুমায় পুলিশকে আইনি সাহায্যের জন্য একজন করে পরামর্শদাতা নিয়োগ করা হবে। এজন্য শীঘ্রই জারি করা হবে বিজ্ঞপ্তি।
সূত্র জানাচ্ছে, চুক্তিভিত্তিক ও স্থায়ী কর্মচারী, দু’রকম পদেই কর্মী নেওয়া হবে। এর মধ্যে বড় নিয়োগ হতে পারে রাজ্য জনস্বাস্থ্য কারিগরি দফতরে। ৫৮৩ জন চুক্তিভিত্তিক জুনিয়র ইঞ্জিনিয়ারকে নিয়োগ করা হবে। এছাড়াও পুর দফতরে নিয়োগ করা হবে প্রায় ৭০০ জনকে। তাঁদের মধ্যে ৬৪ জন পরিবেশবন্ধুকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সব মিলিয়ে বিভিন্ন দফতরে মোট ১৪৪৫ জন কর্মী খুব শীঘ্রই নিয়োগ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।