পর্যটনপ্রেমীদের জন্য আনকোরা আকর্ষণ হয়ে উঠতে চলেছে দিঘার জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে সেজে উঠছে তা। এবার তার নির্মাণকাজ সরেজমিনে খতিয়ে দেখতে দিঘা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, চলতি মাসের ১৫ তারিখে সেখানে গিয়ে মন্দিরের কাজ ঘুরে দেখবেন মমতা।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে ওল্ড দিঘার জগন্নাথ ঘাটে পুরীর আদলে জগন্নাথদেবের মন্দির তৈরি করার কথা ছিল হিডকোর। কিন্তু পরবর্তীকালে মন্দিরের জায়গা স্থানান্তরিত হয়ে নিউ দিঘার দিঘা লারিকা হলিডে ইনের পাশে তৈরি হচ্ছে মন্দির। দেড়শো কোটি টাকা খরচা করে বাইশে একর জায়গায় তৈরি করা হচ্ছে মন্দিরটি।