এবারে দুর্গাপুজো উপলক্ষে মোট ১৬ দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। শনি ও রবিবার নিয়ে টানা ১৬ দিন ছুটি থাকছে সরকারি অফিসগুলিতে। আগামী ২১ অক্টোবর সোমবার ফের সরকারি অফিসগুলিতে স্বাভাবিক কাজকর্ম শুরু হবে। তবে এই দীর্ঘ ছুটির সময় প্রশাসনিক জরুরি কাজ চালাতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ছুটির সময় নবান্নে বিপর্যয় মোকাবিলা দফতরের কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে। সেখানে টানা ১২ ঘণ্টা কাজ করার জন্য কর্মীদের রোস্টার তৈরি করা হয়েছে। কন্ট্রোল রুমসহ বিভিন্ন অফিসে পুজোর ছুটির সময় যাঁরা কাজে যাবেন, তাঁদের জন্য নবান্নের ক্যান্টিন খোলা থাকবে।
পাশাপাশি, জেলাগুলিতেও বিশেষ কন্ট্রোল রুম চালু থাকছে। সেচদফতরের কন্ট্রোল রুম চালু থাকবে উৎসবের সময়। সচিবালয়, ডিরেক্টরেট ও আঞ্চলিক পর্যায়ের সব সরকারি অফিসে এই দীর্ঘ ছুটির সময় শনি ও রবিবার এবং কয়েকটি বিশেষ দিন ছাড়া প্রতিদিনই কিছু কর্মী ও আধিকারিককে জরুরি কাজের জন্য যেতে হবে। এজন্য সব অফিসে কর্মীদের রোস্টার তৈরি করা হয়েছে। ছুটির সময় এক বা দু’দিন অফিস করতে হবে অনেক কর্মীকেই।
