শারদোৎসবের আবহেই পর্যটনপ্রেমীদের জন্য নতুন সুসংবাদ আনল রাজ্য সরকার। এবছরের উৎসবের মরশুম থেকেই চালু হচ্ছে ‘পঞ্চায়েত ট্যুরিজম’। এতদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে পর্যটন দফতর, বন দফতরের গেস্ট হাউস বা রিসর্টে থাকতে পারতেন পর্যটকরা। এবার রাজ্য পঞ্চায়েত দফতরের উদ্যোগে পর্যটন কেন্দ্র বা তার আশপাশে ন্যায্য মূল্যে থাকার ব্যবস্থা চালু করা হচ্ছে। বুকিং করা যাবে অনলাইনেই। পঞ্চায়েত দফতরের ওয়েবসাইটে ঢুকে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করলেই বুকিং করা যাবে গেস্ট হাউস, হোম স্টে বা পছন্দের রিসর্ট। ফলে কোচবিহার থেকে কাকদ্বীপ, ঘুরতে যাওয়ার জন্য মনের মতো থাকার জায়গা খুঁজতে অনেকটাই সুবিধা হবে ভ্রমণার্থীদের।
পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ই হোক বা চৈতন্যদেবের নবদ্বীপ-মায়াপুর, কোচবিহারের মদনমোহন মন্দির, রাজবাড়ি থেকে শুরু করে শিলিগুড়ির বেঙ্গল সাফারি, রাজ্যজুড়ে একাধিক পর্যটন কেন্দ্রে এই সুযোগ মিলবে।
উল্লেখ্য, ‘পঞ্চায়েত ট্যুরিজম’-এ শুধু থাকার ব্যবস্থাই নয়, ঘরোয়া খাবারের সুব্যবস্থাও থাকছে। একাধিক ক্ষেত্রে রিসর্ট বা গেস্ট হাউস সংলগ্ন জমিতে জৈব চাষ করা হচ্ছে। সেখান থেকে পর্যটকরা চাইলে সব্জি কিনতেও পারবেন। এসবের জন্য রাজ্যের তরফে ‘পঞ্চায়েত ট্যুরিজম’ নামে একটি পোর্টালও তৈরি করা হয়েছে। সেখানেই দেওয়া রয়েছে প্রতিটি লজ, রিসর্ট বা গেস্ট হাউস সংক্রান্ত তথ্য। রাজ্যের এক আধিকারিক জানিয়েছেন, দুর্গাপুজোর সময় দেশের বিভিন্ন রাজ্য সহ বিদেশ থেকেও প্রচুর পর্যটক আসেন। অনেক ক্ষেত্রেই ঠিকঠাক থাকার জায়গা না মেলায় শেষ অবধি ভরসা পান না তাঁরা। রাজ্যের তরফে এই নয়া ব্যবস্থা চালু করায় সেই অনিশ্চয়তায কাটবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট এলাকাগুলির আর্থিক উন্নয়নেও গতি আসবে বলে আশাবাদী সরকারি কর্তারা। রাজ্যের বাইরে থেকে আসা পর্যটকরা এক ক্লিকেই এই সমস্ত পর্যটন কেন্দ্রে পৌঁছনোর সুনির্দিষ্ট রুট জেনে নিতে পারবেন পোর্টাল থেকে, এমনই জানিয়েছেন দফতরের জনৈক আধিকারিক।