হরিয়ানায় নির্বাচনের ঠিক প্রাকলগ্নেই বড়সড় অস্বস্তিতে পড়ল শাসকদল বিজেপি। আজ, শনিবার হরিয়ানা বিধানসভার নির্বাচন। তার আগেই ‘রেল রোকো’ কর্মসূচি শুরু করলেন আন্দোলনকারী কৃষকরা। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে (এমএসপি) আইনের আওতায় নিয়ে আসার দাবি তো আছেই। পাশাপাশি এবার লখিমপুর খেরি ‘হত্যাকাণ্ড’ নিয়েও সুর চড়াচ্ছেন কৃষকরা।
এপ্রসঙ্গে কৃষক নেতা এস এস পান্ধেরের হুঁশিয়ারি, কেন্দ্রের মোদী সরকার কিংবা রাজ্যের বিজেপি সরকার কেউই কোনও প্রতিশ্রুতি রাখেনি এমএসপি আইন কার্যকর হয়নি। অথচ কেন্দ্র সেইসময় এই ব্যাপারে লিখিত আশ্বাস দিয়েছিল। লখিমপুর খেরিতে কৃষকদের মিছিলের উপর গাড়ি চালিয়ে কয়েকজন আন্দোলনকারীকে পিষে মেরে দেওয়া হল। উপযুক্ত সাজা আজও হয়নি। এবার কৃষকরা সবকিছুর হিসেব নেবেন। পান্ধেরের এহেন হুঁশিয়ারিতে স্বাভাবিকভাবেই ভোটের আগে শিরে-সংক্রান্তি দেখছে পদ্ম-নেতৃত্ব।