বিজেপি জোটশাসিত মহারাষ্ট্রে ধর্ষণের নারকীয় ধারাবাহিকতা। এবার ২১ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পুণের বোপদেব এলাকায়। বৃহস্পতিবার রাতে সেখানে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন ওই তরুণী। আচমকাই সেখানে একটি গাড়ি এসে থামে। সেটিতে ৩ জন যুবক ছিল। তারা নিজেদের সমাজকর্মী বলে পরিচয় দেয়। এরপর ওই যুগলকে তারা বলে, এই এলাকায় নাকি হাত ধরে ঘোরা নিষিদ্ধ। অভিযোগ, এরপরই তরুণীর সঙ্গে থাকা যুবককে বেধড়ক মারধর করা হয়। তরুণীকে জোর করে গাড়িতে তুলে নেয় অভিযুক্তরা। অকুস্থল থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে ওই তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। গতকাল রাত ১১টা নাগাদ এই ঘটনাটি ঘটে। এরপর তরুণীকে রাস্তায় ফেলে রেখে অভিযুক্তরা চম্পট দেয়।
ঘটনার খানিকক্ষণ পরে নির্যাতিতার পুরুষ বন্ধু তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন। আজ, শুক্রবার সকালে পুরো বিষয়টি জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুণের ডেপুটি পুলিস কমিশনার রঞ্জনকুমার শর্মা জানিয়েছেন, তরুণীর সারা দেহে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। অপরাধ দমন শাখা ইতিমধ্যেই একটি টিম গঠন করে এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্যদিকে, এই গণধর্ষণের ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মহারাষ্ট্র সরকারকে একহাত নিয়েছেন বিরোধীরা। নারীসুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে একাধিক মহল।