বড়সড় বিপাকে পড়ল বিজেপি। এবার কেন্দ্রীয় মন্ত্রী তথা কর্ণাটকে বিজেপির জোটসঙ্গী এইচ ডি কুমারস্বামীর বিরুদ্ধে তোলাবাজি এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠল। একাধিক অভিযোগ এনেছেন তাঁরই দল জেডিএস-এর প্রাক্তন নেতা বিজয় টাটা। একইসঙ্গে এফআইআর দায়ের হয়েছে তাঁরই দলের পরিষদ সদস্য রমেশ গৌড়ার বিরুদ্ধেও। বিজয় জানিয়েছেন, গত ২৪ অগাস্ট গৌড়া তাঁর বাড়িতে গিয়েছিলেন। এবং ফোনে ধরিয়ে দিয়েছিলেন কুমারস্বামীকে।
অভিযোগ উঠেছে, সেই সময় তাঁকে ফোনে জানিয়েছিলেন চান্নাপটনা উপনির্বাচনে দলকে ৫০ কোটি টাকা দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন কুমারস্বামী। টাকা দিতে অস্বীকার করলে তাঁর ফল ভুগতে হবে এবং ব্যাবসায়িক ক্ষেত্রে খারাপ পরিণামের জন্য তৈরি থাকতে হবে বলেও হুমকি দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, এমনটাই দাবি বিজয়ের। গত মঙ্গলবার এই ঘটনায় কুমারস্বামী ও গৌড়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন বিজয়। প্রাক্তন জেডিএস নেতার অভিযোগের প্রেক্ষিতে কুমারস্বামী ও গৌড়ার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩(৫), ৩০৮(২) এবং ৩৫১(২) ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। স্বাভাবিকভাবেই চাপে সে রাজ্যের গেরুয়া-নেতৃত্ব।