গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে হাঁটল রাজ্য। এবার থেকে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থাও যাতে শেয়ার বাজারে নাম লেখায়, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। এমএসএমই দফতরের প্রধান সচিব রাজেশ পান্ডে বলেন, গোটা দেশেই এই প্রবণতা রয়েছে। মূলত সচেতনতার অভাবেই বাজারে শেয়ার ছেড়ে মূলধন জোগাড় করার ক্ষেত্রে এখনও ছোট শিল্প ক্ষেত্র পিছিয়ে রয়েছে। এমএসএমই দফতর এজন্য তাঁদের সচেতনতা বৃদ্ধিতে লাগাতার কর্মসূচি নেবে বলে তিনি জানান।
প্রসঙ্গত, বৃহস্পতিবার এমন একটি কর্মশালায় রাজ্যের ছোট শিল্পগুলির কর্তাদের একাংশ উপস্থিত ছিলেন। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সহায়তায় আয়োজিত এই কর্মশালার পর অনেক সংস্থাই শেয়ার বাজারে নাম নথিভুক্তিকরণে আগ্রহ দেখিয়েছে। আগামী দিনে কলকাতার পাশাপাশি জেলাতেও একই ধরনের কর্মশালার আয়োজন করা হবে বলে জানিয়েছেন রাজ্যের ক্ষুদ্রশিল্প দফতরের সচিব।