আর জি কর হাসপাতাল কাণ্ডের পর থেকেই রাজ্যজুড়ে নোংরা রাজনীতির খেলায় নেমেছে বিজেপি। সম্প্রতি জুনিয়র ডাক্তারদের আন্দোলনমূলক কর্মবিরতির ফলে কোন্নগরের এক যুবকের বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রকাশ্যে এসেছে শোকার্ত মায়ের হৃদয়বিদারক বক্তব্য। প্রয়াত বিক্রম ভট্টাচার্যের মা কবিতাদেবীর অভিযোগ ছিল, “আরজি করে বহুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দু’ঘণ্টা পরে চিকিৎসা শুরু হয়। আরজি করে শুধুমাত্র ব্যান্ডেজ করে দেওয়া হয়েছিল ও স্যালাইন দেওয়া হয়েছিল। সেখানে কোনও ডাক্তার এগিয়ে আসেনি। এমার্জেন্সি পেশেন্ট। ক্রিটিকাল অবস্থায় ছিল। তারপরেও কোনও চিকিৎসা দেওয়া হয়নি।”
আর এরপরেই নিজেদের এক্স হ্যান্ডেলে বিজেপি পোস্ট করে, “দরিদ্র মহিলার চোখের দিকে তাকাতে হবে। তিনি যা বলছেন সেটা বলতে টিএমসি গুন্ডাদের তরফে তাঁকে নির্দেশ দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ। তিনি আরজি কর ধর্ষণ ও হত্যার শিকারের পিতামাতাকে রেহাই দেননি এবং এখন তার পৈশাচিক রাজনীতির জন্য বিক্রম ভট্টাচার্যের পিতামাতাকে আঘাত করছেন।” এই পোস্টের ভিত্তিতে এবার মুখ খুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। “টেলিপ্রম্পটার ছাড়া মোদী একটি শব্দও বলতে পারেন না, তার মানে এই নয় যে সাধারণ মানুষও তাই করে। “নাটক” হিসাবে তার সন্তানকে হারানো মায়ের বেদনাকে উপহাস করতে প্রচুর নির্লজ্জতা এবং নিষ্ঠুরতা লাগে। কিন্তু বিজেপির জন্য এটাই স্বাভাবিক। নারীবিদ্বেষী মানুষে ভর্তি একটি দল রাজনীতির স্বার্থে যেকোন স্তরে নামতে পারে”, পদ্মশিবিরকে কড়া ভাষায় একহাত নিয়ে নিজের এক্স হ্যান্ডলে এমনই জানিয়েছেন তিনি।