BJP কেটে যাচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। অথচ মোদী-জমানায় নারীনিরাপত্তা ও নারীসুরক্ষা রয়ে গিয়েছে সেই তিমিরেই। প্রধানমন্ত্রীর সাধের ‘ডবল ইঞ্জিন’ রাজ্যগুলিতে একের পর এক ঘটে চলেছে ধর্ষণ এবং যৌন নির্যাতনের পাশবিক ঘটনা। উড়িষ্যা, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র – কোথাও ধর্ষণ, কোথাও বা আবার ধর্ষণের পরে খুন। এবার বিজেপি জোটশাসিত মহারাষ্ট্রে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের পরে পাথর দিয়ে থেঁতলে খুন করা হল! ঘটনাটি মহারাষ্ট্রের জলগাঁওয়ের। প্রতিবাদে পথে নেমে বিক্ষোভে ফেটে পড়েন পড়েন মহিলারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নির্যাতিতা চোপড়ার বাসিন্দা। বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে তাকে ডেকে বাইরে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। তারপরে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে পাথর দিয়ে থেঁতলে খুন করে ধর্ষণকারী। শেষে প্রচণ্ড জনরোষের চাপে পড়ে অভিযুক্তকে গ্রেফতার করতে বাধ্য হয় পুলিশ। এর আগে বদলাপুরের কিন্ডারগার্ডেন স্কুলে ২ শিশুকে যৌন নির্যাতনের প্রকাশ্যে এসেছিল। তার রেশ কাটতে না কাটতেই আরও কিছু নৃশংস ঘটনা ঘটে গিয়েছে যোগীরাজ্যে।
পাশাপাশি, যোগীরাজ্যে এক দলিত কিশোরীকে গণধর্ষণ করে ইট দিয়ে থেঁতলে খুন করার চেষ্টা করল দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে লখনউয়ের গ্রামাঞ্চলে, শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, অন্ধকার রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন ২ কিশোরী। সুযোগ বুঝে তাদের পিছু নেয় ২ দুস্কৃতী। নির্জন জায়গায় টেনে নিয়ে গিয়ে এক কিশোরীকে গণধর্ষণ করে ব্যাপক মারধর করে। দলিত পরিচয় নিয়ে আপত্তিকর মন্তব্য করে, গালিগালাজও করে। জানাজানি হয়ে যাওয়ার ভয়ে এরপরে ইট দিয়ে মুখ থেঁতলে দিয়ে প্রাণে মেরে ফেলারও চেষ্টা করে দুই ধর্ষণকারী। অচেতন অবস্থায় রাস্তার ধারে পড়ে যায় নির্যাতিতা। তার মৃত্যু হয়েছে ভেবে চম্পট দেয় ২ দুস্কৃতী। জ্ঞান ফেরার পরে বাড়িতে এসে সব জানায় সে। এফ আই আর করা হয় পুলিশে। এক অভিযুক্ত ধরা পড়লেও অন্যজন এখনও ফেরার।
যোগীরাজ্যেরই গোন্ডায় চলন্ত গাড়িতে ১৭ বছরের এক দলিত নাবালিকাকে গণধর্ষণ করে দুই যুবক। মোবাইল দেওয়ার লোভ দেখিয়ে মেয়েটিকে গাড়িতে তোলে তারা। নিয়ন্ত্রয় হারিয়ে গাড়িটি গোন্ডা-অযোধ্যা জাতীয় সড়কে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারলে নেমে চম্পট দেয় দুই যুবক। পরে অবশ্য তাদের গ্রেফতার করা হয়।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1833479969021821422
অন্যদিকে, বিজেপিশাসিত হরিয়ানার দিল্লী-সংলগ্ন গুরগাঁওতে একটি গেস্ট হাউসে এক তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। মৃত তরুণী পেশায় মাসাজকর্মী বলে জানা গিয়েছে। বাড়ি উত্তরপ্রদেশে। মাসাজ করার জন্য বুক করা হয়েছিল তাঁকে। শনিবার গভীর রাতে ২৩ বছরের ওই তরুণীর সঙ্গে বছর চল্লিশের এক ব্যক্তির প্রচণ্ড কথা কাটাকাটি হয় বন্ধ ঘরের মধ্যে। তারপরেই তাঁকে ধর্ষণ করে খুন করে ওই ব্যক্তি। গ্রেফতার করা হয়েছে আততায়ীকে। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছে গেরুয়া-রাজ্য উড়িষ্যার ঢেঙ্কানলে। ৭ মাস ধরে একটি পরিত্যক্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদে নিয়ে গিয়ে নিয়মিতভাবে গণধর্ষণ করা হত। অন্তঃসত্ত্বা হওয়ার পরেও নিস্তার পাননি ২২ বছরের ওই তরুণীর। শেষে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে খবর পৌঁছায় স্থানীয় এক মানবাধিকার কর্মীর মাধ্যমে। তারাই বিষয়টি জানায় পুলিশকে। তারই ভিত্তিতে রবিবার গ্রেফতার করা হয় ৭ অভিযুক্তের মধ্যে ৪ জনকে। ফলত, দেশজুড়ে বিজেপিশাসিত রাজ্যগুলি যে ক্রমেই ধর্ষকদের দৌরাত্ম্যভূমি হয়ে উঠেছে, তা এককথায় স্পষ্ট।