Mamata Banerjee আগামী ৯ সেপ্টেম্বর, সোমবার নবান্ন সভাঘরে রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উক্ত বৈঠকে মন্ত্রিসভার সমস্ত সদস্য, সবকটি দফতরের সচিব-সহ বিশেষ সচিব পর্যায়ের সকলে উপস্থিত থাকবেন। উপস্থিত থাকতে বলা হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি আইন-শৃঙ্খলা মনোজ ভার্মা, কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলকে।
আরও পরুনঃ সাধারণ মানুষের স্বার্থে অবিলম্বে কাজে যোগ দিন ধর্মঘটী চিকিৎসকরা – স্পষ্ট নির্দেশ আইএমএ’র
পাশাপাশি, ভার্চুয়ালি সব জেলার জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের উপস্থিত থাকার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই বছরে দু’বার করে এরকম প্রশাসনিক স্তরে বৈঠক হয়ে আসছে। এই বৈঠকের আগে তিনি জেলায় জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করে আসেন। সেখানে বিশদে কাজের খতিয়ান নেন মুখ্যমন্ত্রী।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1831975942325260772