Mamata Banerjee বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই উত্তরবঙ্গের উন্নয়নে বিশেষভাবে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, রাজ্যকে আরও শিল্পবান্ধব করে তুলতে তৎপর তিনি। সেইমতোই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তাঁর নেতৃত্বাধীন সরকার। এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে উদ্বোধনের প্রহর গুনছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক। উল্লেখ্য, বাম আমল থেকেই বন্ধ ছিল ওয়েস্ট দিনাজপুর স্পিনিং মিল। এক সময় পশ্চিম দিনাজপুরের এই শিল্পকেন্দ্র ছিল বহুল কর্মব্যস্ত। মানুষের রুটিরুজি নির্ভর করত এই শিল্পের ওপর। অজানা কারণে বন্ধ হয়ে যায় এই কারখানা। উপার্জন হারান মিলের কর্মীরা। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে অন্যান্য দফতরে কাজের সংস্থান করেন কর্মচারীদের। শুধু তাই নয় নতুনভাবে শিল্প গড়ার পরিকল্পনা করেন তিনি। সেইমতো কাজও শুরু হয়। দীর্ঘদিন দিন থেকে বন্ধ থাকা এই এলাকা এবার ফিরতে চলেছে স্বাভাবিক ছন্দে।
আরও পরুনঃ সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতার – একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হবে আলোচনা
প্রসঙ্গত, স্পিনিং মিলে টেক্সটাইল পার্ক গড়ে তোলার যে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী সেই কথা পূরণ করেছেন তিনি। রায়গঞ্জ শিল্প পার্কের কাজ প্রায় শেষ। এখানে জেলার স্কুলের ছাত্র-ছাত্রীদের পোশাক তৈরি করা হবে। জেলা সভাধিপতি পম্পা পাল বলেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে স্পিনিং মিলের প্রায় তেত্রিশ একর জমির উপর ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্ক গড়ে তোলা হচ্ছে। খুব শীঘ্রই কাজ শেষ হবে। উল্লেখ্য, রাজ্য সরকারের তরফে ওয়েস্ট বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশনকে লিজ দেওয়া হয়েছে এই জায়গা। যার পর থেকেই সীমানা প্রাচীর, ড্রেনেজ সিস্টেম-সহ অন্যান্য পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে মিলে। দফতরের পক্ষ থেকে তন্তুজকে পাওয়ার লুম করার জন্য দেওয়া হয়েছে। মেশিনের ব্যবহারে কাপড়ের যাবতীয় কাজ হবে। শুধু তাই নয় টেক্সটাইল সম্পর্কিত কাজ যেমন সুতো, কাপড়, রেডিমেড কাপড়, ডায়িং, ব্লিচিং-সহ সবরকম কাজ করার সুবিধা থাকবে। এই মিলেই প্লট করে গড়ে তোলা হবে প্রয়োজনীয় ছোট ছোট ইন্ডাস্ট্রি। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া এলাকাবাসীর মনে।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1832021664395034692